।। প্রথম কলকাতা ।।
ব্রুনো ফার্নান্দেজ এবং মার্কাস রাশফোর্ডের গোলের সুবাদে ম্যানচেস্টার ডার্বি জিতল ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল এরিক টেন হাগের দল। জ্যাক গ্রিলিশের করা গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না ম্যানচেস্টার সিটির। প্রথমে গোল খাওয়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল রেড ডেভিলরা। চার মিনিটের মধ্যে দুইবার সিটির জাল বল পাঠিয়ে জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সিটির বিপক্ষে টানা তিন ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল রেড ডেভিলরা।
গত অক্টোবরে দুই দলের শেষ দেখায় ৬-৩ গোলে বড় জয় পেয়েছিল গুয়ার্দিওলার দল। সেই ম্যাচে সিটির হয়ে হ্যাটট্রিক করেছিলেন ফিল ফোডেন ও আর্লিং হালান্ড। এদিন জ্বলেই উঠতে পারলেন না হালান্ড ও ফোডেন। গোটা ম্যাচে নিষ্প্রভ থেকে গেলেন নরওয়ের এই তারকা। এদিন ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি বল দখলে আধিপত্য দেখালেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ফিল ফোডেনকে তুলে নিয়ে জ্যাক গ্রিলিশকে মাঠে নামান গুয়ার্দিওলা। মাঠে নামার পরই গোলের দেখা পান ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার। ডি ব্রুইনের ক্রসে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন গ্রিলিশ। ৭৮ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। গোলটিতে প্রথমে অফসাইড দিলেও। পরে ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি। ঠিক চার মিনিট পরেই সিটির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মার্কাস রাশফোর্ড। ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে গোল করলেন রাশফোর্ড।