।। প্রথম কলকাতা ।।
Bone Cancer: অনেক সময়ই সকালের ঘুম থেকে ওঠার পর কাঁধে কিংবা পিঠে অস্বাভাবিক একটা যন্ত্রণা (Pain) অনুভূত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের যন্ত্রণাকে উপেক্ষা করে দেওয়া হয়। খুব বেশি হলে পেনকিলার খেয়ে নেন অধিকাংশ মানুষ। এই হাড়ে যন্ত্রণা কিন্তু পেনকিলারে কমার মতো নাও হতে পারে। কারণ হাড়ের যন্ত্রণা বোন ক্যান্সারের (Cancer) অন্যতম একটি লক্ষণ। ক্যান্সারের নাম শুনলেই সকলে আঁতকে ওঠেন। কারণ এই মারণ রোগ সম্পর্কে ধারণা কমবেশি সকলের মধ্যেই রয়েছে। ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গকে কাবু করতে পারে। তেমনই আপনার হাড়েও বাসা বাঁধতে পারে এই রোগ।
বোন ক্যান্সারের লক্ষণ:
- হাড়ে ক্যান্সার (Bone Cancer) তৈরি হওয়ার বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে। হঠাৎ করে হাড়ে অসহ্য যন্ত্রণা হওয়া। কোন রকম চোট বা আঘাত লাগলে যন্ত্রণা হওয়ার বিষয়টি স্বাভাবিক। কিন্তু সেই ধরনের কোন আঘাত ছাড়াই যদি আপনার শরীরের কোন অঙ্গে হাড়ে যন্ত্রণা হয় তাহলে তা এড়িয়ে যাবেন না।
- অনেক সময় দেখা যায় কোন কারণ ছাড়াই শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ ফুলে রয়েছে । সেখানে বিশেষ ব্যথা থাকে না। কিন্তু তারপরেও ফোলা ভাব কিছুতেই কমে না। যদি দীর্ঘদিন ধরে শরীরের এইরকম কোন অংশ যদি ফোলা থাকে তবে বেশি দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। কারণ সেই সমস্ত জায়গা থেকেই ক্যান্সার তার জাল ছড়াতে পারে আপনার শরীরে।
- বোন ক্যান্সার হওয়ায় হাড় গুলি অত্যন্ত দুর্বল হয়ে যায়। অল্প কিছু আঘাত পেলেই তাতে ফ্র্যাকচার দেখা যায়। ফাটল ধরে এবং যন্ত্রণা ভীষণভাবে ভোগায় রোগীকে।
- এমন অনেক সময় হয় যে অতিরিক্ত কাজের ফলে শরীরে ক্লান্তি আসে। তখন মনে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি অবশ হয়ে আসছে । সেটা কিছুক্ষণ পরে ঠিকও হয়ে যায়। কিন্তু সব সময় যদি মনে হয় শরীরের কোন অংশ অবশ হয়ে আসছে তাহলে সতর্ক হন। এটা বোন ক্যান্সারের লক্ষণ।
- যাদের আর্থ্রাইটিস (Arthritis) রয়েছে তাঁরা জয়েন্টে জয়েন্টে যন্ত্রনা কী সেটা খুবই ভালোভাবে জানেন। হাত-পা নড়াচড়া করা একটা বড় সমস্যা হয়ে ওঠে। ঠিক এইরকমই হয় যখন হাড়ে ক্যান্সার দেখা দেয়। তাই এটিকে আর্থ্রাইটিসের সঙ্গে গুলিয়ে ফেলবেন না।
হাড়ে যদি ক্যান্সার দেখা দেয় তাহলে দিনের তুলনায় রাতের বেলা রোগীকে বেশি ভুগতে হয়। কারণ যত রাত বাড়ে ততই এই ব্যথা আরও সাংঘাতিক হয়ে ওঠে। ভারী কোন জিনিস তোলার পরেও ব্যথা অনুভূত হয় এইগুলি একেবারেই স্বাভাবিক নয় । বোন ক্যান্সারের সঙ্গে বেশিরভাগ মানুষই খুব একটা পরিচিত নন। এই কারণে তাঁরা বোন ক্যান্সারকে সাধারণ হাড়ের ব্যথা কিংবা গাঁটের ব্যথা বলে এড়িয়ে যান। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, ক্যান্সার হল এমন একটি রোগ যেটি নীরবে মৃত্যুর পথে চালিত করে মানুষকে। তবে আগে থেকেই উপসর্গ বুঝে যদি ভালোভাবে ক্যান্সারের চিকিৎসা করা যায় তাহলে সুস্থ হয়ে ওঠার আশা থাকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম