।। প্রথম কলকাতা ।।
Daily Horoscope: আজ চন্দ্র দিনরাত কন্যা রাশিতে সঞ্চার করবে। গজকেশরী যোগের প্রভাবে আজও বৃষ ও কন্যা রাশির জাতকরা ধন লাভের সুযোগ পেতে পারেন। এ ছাড়াও আজ হস্ত নক্ষত্র ও চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে। যা একাধিক রাশির জাতকদের শুভ ফলাফল প্রদান করবে। কোন রাশির দিন কেমন কাটবে জেনে নিন।
মেষ রাশি:
মেষ রাশির জাতকরা আজ একাধিক বিষয়ে সাফল্য (Success) লাভ করবেন। পরিশ্রমের ফলাফল লাভ করবেন এই রাশির জাতক। ধর্মীয় যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই রাশির জাতকরা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত আপনাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। হতাশ হবেন না। ভালো কিছু ব্যয় হবে, যার ফলে আনন্দিত অনুভব করবেন এই রাশির জাতকরা।
বৃষ রাশি:
বৃষ রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত মজবুত থাকবে। বাড়ির জরুরি কাজে সাহায্য লাভ করবেন। আটকে থাকা কাজও আজ পূর্ণ হবে। এর ফলে আনন্দিত থাকবেন এই রাশির জাতকরা।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল। ভাগ্য আপনার সঙ্গে থাকবে ও ব্যবসায় (Business) লাভের সম্ভাবনা তৈরি হবে। তবে অযথাই নিজের শত্রু গড়ে তুলবেন। এর ফলে আপনার চিন্তা বাড়বে, তাই সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন।
কর্কট রাশি:
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি কঠিন সমস্যায় (Problem) ভরে থাকবে। ব্যয় ও মানসিক অবসাদ বৃদ্ধি পাবে। গ্রহের শুভ সংযোগের ফলে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গত কিছু দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। পরাক্রম বৃদ্ধি পাবে। আইন-আদালতের মামলায় সাফল্য লাভ করবেন। মনে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় থাকবে।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতকদের দিন শুভ। আজ কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে পাবেন। বিরোধীদের ওপর প্রভাব বিস্তার করবেন। আইন আদালতের মামলায় সাফল্য লাভ করবেন। চাকরিতে পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পারিবারিক জীবনে ওঠা-পড়া থাকবে।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতকরা আজ মিশ্র ফলাফল লাভ করবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। এই রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে। সাবধানে গাড়ি চালান। তা না-হলে দুর্ঘটনা হতে পারে। কোনও দীর্ঘ যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। তীর্থযাত্রা করতে পারেন এই রাশির জাতকরা। পারিবারক ব্যয়ে মনোনিবেশ করবেন। আমদানি বৃদ্ধি পাওয়ায় মনে আনন্দ অনুভূতি থাকবে।
তুলা রাশি:
আজ তুলা রাশির জাতকদের ভাগ্য চরমে থাকবে। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন। সুখে সময় কাটাবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। বন্ধু ও আত্মীয়দের সহযোগিতায় আটকে থাকা কাজ পূর্ণ হবে। আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতকরা আজ দৌড়ঝাপে সময় কাটাবেন। এক সঙ্গে একাধিক কাজে ব্যস্ততা থাকবে। এর ফলে অবসাদ হতে পারে। বুদ্ধি ব্যবহার করে ধন লাভে সফল হবেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। তবে নিকটাত্মীয়দের সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না। স্বাস্থ্য দুর্বল হতে পারে। খাওয়া-দাওয়ার যত্ন নিন। জরুরি কাজ আটকে যেতে পারে। ধৈর্য সহকারে কাজ করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন।
ধনু রাশি:
ধনু রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল। অন্যেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। সপ্তমে চন্দ্রের অবস্থানের ফলে ব্যবসায় লাভের যোগ তৈরি হচ্ছে। পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মনে আনন্দ থাকবে।
মকর রাশি:
মকর রাশির জাতকদের আজকের দিনটি লাভজনক হবে। আপনার প্রভাব বাড়বে। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা হতে পারে। কারও বিষয়ে অধিক চিন্তাভাবনা করবেন না। কারও কাছ থেকে কোনও প্রত্যাশা করবেন না। চাকরিতে ভালো ফলাফল পেতে পারেন। কিছু নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন আজ।
কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি শুভ। ভাগ্যের সঙ্গ পাবেন। মনে আনন্দ অনুভূতি থাকবে। আয় বাড়বে, এর ফলে খুশি থাকবেন। সুখ-সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। চন্দ্রের ভালো পরিস্থিতি আপনার ভাগ্য ভালো রাখবে। ব্যবসায় অসাধারণ মুনাফা অর্জন করবেন। আজ আপনাদের কোনও কাজ পূরণ হতে পারে।
মীন রাশি:
আজ মীন রাশির জাতকদের ভাগ্য তাঁদের সঙ্গ দেবে। ভাগ্যের কারণে আটকে থাকা অর্থ লাভ করবেন এই রাশির জাতকরা। আজ কোনও পুরনো সমস্যাও দূর হবে। কোনও বিশেষ কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা।কোনও বিশেষ কারণে চিন্তিত হতে পারেন এই রাশির জাতকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম