।। প্রথম কলকাতা ।।
বুধবার ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের তারকা পেস বোলার উমেশ যাদবের বাবা তিলক যাদব। উমেশের বাবা গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসার পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়।
উত্তরপ্রদেশের পাদরাউনা জেলার পোকারভিন্দা গ্রামের বাসিন্দা তিলক যাদব যৌবনে একজন বিখ্যাত কুস্তিগীর ছিলেন। ওয়েস্টার্ন কোল ফিল্ডে চাকরির কারণে তিনি নাগপুর জেলার খাপারখেদাতে অবস্থিত ভালনি খনিতে তার পরিবারের সঙ্গে থাকতেন। তিলক যাদবের তিন ছেলে কমলেশ যাদব, ক্রিকেটার উমেশ যাদব, রমেশ যাদব এবং এক মেয়ে। নাগপুর জেলার কোলার নদীর ঘাটে তিলক যাদবের শেষকৃত্য সম্পন্ন হয়।
উমেশ যাদব ৩৫ বছর ধরে টেস্ট দলের নিয়মিত অংশ হলেও সাম্প্রতিক সময়ে তিনি খুব বেশি সুযোগ পাননি। উমেশ এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫৪টি টেস্ট, ৭৫টি ওডিআই এবং সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উমেশ ৫৪ টেস্টে ৩০.২০ গড়ে ১৬৪ উইকেট নিয়েছেন এবং তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স ৮৮ রানে ছয় উইকেট। এছাড়াও উমেশ ওয়ানডেতে ১০৬ উইকেট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ উইকেট নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন উমেশ যাদব।