।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ জানুয়ারি অর্থাৎ সোমবার ঝটিকা সফরে আসেন মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘীতে। সেখানে তিনি একাধিক সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে কিছু সামগ্রী তুলে দেন। একইসঙ্গে শিলান্যাস করেন বেশ কিছু প্রকল্পের তবে সভা মঞ্চে এই দিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে দেখা যায় তাকে। পাশাপাশি রাজ্যের তরফ থেকে বহু জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে জনসাধারণ উপকৃত হয়েছেন, সেই বিষয়েও কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “কাজ করিয়ে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। বাংলাকে ভাতে মেরে কেন্দ্রীয় রাজত্ব চলবে না”। এছাড়াও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গ্রামের আবাস যোজনার বাড়ি তৈরির টাকা, রাস্তা তৈরির টাকাও কেন্দ্রের তরফ থেকে আসছে না। পাশাপাশি তিনি বলেন, “বাংলাকে বিজেপি নিজের জমিদারি মনে করলে ভুল হবে। ক্ষমতায় আছে বলে হিরো, না থাকলে বিগ জিরো”।
জাকির হোসেন প্রসঙ্গে
বিগত বুধবার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের (Zakir Hossain) বাড়িতে এবং তা্র কারখানায় আয়কর দফতর এর কর্তারা তল্লাশি চালান। সেই তল্লাশিতে তাঁর বাড়ি এবং কারখানা মিলিয়ে মোট ১৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এমনটাই জানা যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “জাকির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। জাকিরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল”। একই সঙ্গে তিনি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেন, বিজেপি নেতাদের বাড়িও সার্চ করা হোক। রাজ্যে দফায় দফায় কেন্দ্রীয় দল পাঠানোর বিষয়টিকে নিয়ে ফের একবার উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
ছুটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপন করবে রাজ্য। ২৬ জানুয়ারি সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস একসাথে পড়ার কারণে ২৫ এবং ২৬ দু- দিন পর পর ছুটি দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিন হিসেবে সম্প্রতি দিবস পালন করবেন রাজ্য । থাকবে একাধিক কর্মসূচি।
হাসপাতাল গড়তে অরিজিৎকে সাহায্য
মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh), বর্তমানে দেশের খ্যাত গায়কদের মধ্যে একজন। তাঁর জেলাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সঙ্গীত শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ। অরিজিৎ প্রসঙ্গে তিনি বলেন, “অরিজিৎ আমাকে বলেছে দিদি, জঙ্গিপুরে আমি একটা হাসপাতাল করতে চাই। আজকে ওর জেলায় দাঁড়িয়েই আমি বলছি। তুমি হাসপাতাল করো। জঙ্গিপুরে করো বা মুর্শিদাবাদে, যা যা সাহায্য লাগে আমি দেব। অরিজিৎ মা মাটি মানুষের লোক। মাটিতে চলার লোক। ওঁর কোন অহংকার নেই। ওঁর নিজের গুণই ওর সবচেয়ে বড় অহংকার অলঙ্কার”।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম