।। প্রথম কলকাতা ।।
টানা দুটি বিশ্বকাপজয়ী দলের রেকর্ডে ইতালির সঙ্গে যৌথ মালিকানা তাদের। আরও কত ছোট–বড় রেকর্ড তো রয়েছেই। বিশ্ব ফুটবলের ইতিহাসে বিশ্বকাপের কত রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে এই দলের নাম। সবচেয়ে বেশি ৫ বার বিশ্বকাপ জেতা দল তারা। বিশ্বকাপের সব আসরে অংশ নেওয়া একমাত্র দল এটি। কোন দলের দখলে এতগুলি রেকর্ড জানা আছে আপনাদের? সেটি হল ব্রাজিল। ব্রাজিল ২১টি বিশ্বকাপে অংশ নিয়ে ১০৯ ম্যাচ খেলেছে। ৭৩টি জয়ের সঙ্গে ১৮টি করে ড্র ও হার। ২২৯ গোল করেছে তারা, আর গোল হজম করেছে ১০৫টি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম