।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার মস্কোতে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেল রাশিয়ান কোভিড -১৯ ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরিতে সহায়তাকারী রাশিয়ান বিজ্ঞানী আন্দ্রে বোটিকভ। শনিবার রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জানা গেছে, ৪৭ বছর বয়সী বোটিকভ গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিক্স-এর একজন সিনিয়র গবেষক হিসেবে কাজ করছিলেন।
ফেডারেল তদন্তকারী সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, বোটিকভের মৃতদেহ পাওয়া যাওয়ার কয়েক ঘণ্টা পর সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের মতে ২৯ বছর বয়সী ওই সন্দেহভাজন একটি বেল্ট দিয়ে বোটিকভকে শ্বাসরোধ করে হত্যা করে। তবে হত্যার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়।
রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরোলজিস্টের মৃত্যুকে হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্ত কমিটি জানিয়েছে, ওই “আক্রমণকারী নিজের দোষ স্বীকার করেছেন এবং তাকে অভিযুক্ত করা হয়েছে। আসামীর একটি পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড রয়েছে। এর আগে তিনি যৌন কেলেঙ্কারিতে ১০ বছর জেল খেটেছেন। অদূর ভবিষ্যতে তদন্ত ও বিচারের জন্য আসামীকে হেফাজতে রাখার জন্য আদালতে আবেদন করার পরিকল্পনা করা হচ্ছে।”
পিটিআই-র একটি রিপোর্ট থেকে জানা গেছে, বিজ্ঞানী আন্দ্রে বোটিকভকে ২০২১ সালে কোভিড ভ্যাকসিন নিয়ে কাজ করার জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ‘অর্ডার অফ মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারে ভূষিত করেছিলেন। বোটিকভ 2020 সালে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করা ১৮ জন বিজ্ঞানীর একজন ছিলেন।