।। প্রথম কলকাতা।।
Election Result: ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে আজকে প্রকাশিত হয়েছে তিন রাজ্যের ফলাফল ঘোষণা। যার মধ্যে মিজোরামের গণনা রয়েছে আগামীকাল অর্থাৎ ৪ ডিসেম্বর। ইতিমধ্যেই তিন রাজ্যে ব্যপক সারা ফেলে জয় হাসিল করেছে গেরুয়া শিবির। দুই রাজ্যের সাথে মরুভূমেও ফুটেছে পদ্ম।লোকসভা নির্বাচনের আগে ৩ রাজ্যের বিধানসভা ভোটের ফলেও মোদী ম্যাজিক। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সকলের মুখে মুখে একটা কথায় ঘোরাফেরা করছিল লোকসভার ভোটে নরেন্দ্র মোদির বিজেপি একার ক্ষমতায় জয়ের হ্যাটট্রিক করবে, নাকি উজ্জীবিত বিরোধীরা সেই বিজয়রথ থামিয়ে দেবে, পাঁচ রাজ্যের ফল তার কিছুটা ইঙ্গিত নিশ্চিতভাবেই দেবে। এবার সেই হিসাব ইতিমধ্যেই পেয়ে গেছেন সকলেই। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথ প্রশস্থ বিজেপির। বিজেপি নেতা মন্ত্রীদের মতে, এটা সবে ঝড়, লোকসভা নির্বাচনে মোদী সুনামি দেখবে গোটা দেশ।
আর এই নির্বাচনের ফলাফল চব্বিশের লোকসভা নির্বাচনে কী বাংলার উপরও প্রভাব ফেলবে? এটাই এখন বড় প্রশ্ন। ইতিমধ্যেই গেরুয়া ঝড়ের প্রভাব এসে পড়েছে বঙ্গেও। বাংলার বিভিন্ন প্রান্তে সেই ছবিও ধরা পড়েছে। আসন্ন ২০২৪ এর লোকসভা ভোট। তার আগে পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটই ছিল একপ্রকার শেষ লিটমাস টেস্ট। আর তাতে বিজেপির বিপুল জয়লাভের জন্য পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থকদের উন্মাদনা শুরু।
উল্লেখ্য, কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই ‘ইন্ডিয়া জোট’ গড়েছে বিরোধী দলগুলো। সেই জোটের অন্যতম অংশীদার এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। ইন্ডিয়া জোটের ফল এই রাজ্যে আদেও ফলপ্রসূ কি হবে? আর হলেও কতটা সেটা জানার জন্য আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে।
এই মুহূর্তের তাজা খবর হিসাবে বলা যায়, রাজস্থানে গেরুয়া শিবিরে জয়ের পর মুখ্যমন্ত্রীর গদিও ছেড়ে দিলেন অশোক গেহলট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগেই হার স্বীকার করে নিয়েছিলেন অশোক গেহলট। এবার সরকারি ভাবে চূড়ান্ত ফল প্রকাশের আগেই পদত্যাগ করলেন।
অন্যদিকে, রাজস্থানেও জয় হাসিল করেছে বিজেপি। মরুরাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছিল গণনা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই। রাজস্থান বিধানসভায় আসন সংখ্যা ছিল ২০০। তবে ভোটগ্রহণ চলছে ১৯৯টি আসনে। একটি আসনে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ হয়নি। রাজনৈতিক মহলের একাংশ প্রথম থেকেই মনে করেছিল, কংগ্রেস জিতলে গেহলট চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সন্দেহ নেই। কিন্তু হারলে সম্ভবত এটাই তাঁর শেষ ইনিংস। মরুরাজ্যেও গেরুয়া শিবিরের জয় জয় কারে উচ্ছসিত দলের কর্মীরাও। ‘কংগ্রেস কি গ্যারান্টি’-র বদলে এবার মরুরাজ্যে ‘মোদী সাথে আপনো রাজস্থান’।
কোন রাজ্যের কতগুলি আসনে ভোট হয়েছে?
ভোট হয়েছে মিজোরামের ৪০টি আসনে, মধ্যপ্রদেশের ২৩০টি আসনে, ছত্রিশগড়ের ৯০ টি আসনে, রাজস্থানের ২০০ টি ও তেলেঙ্গানার ১১৯ টি আসনে রাজ্যে। এসব রাজ্যে রয়েছে লোকসভার ৮৩টি আসন, যার মধ্যে হিন্দিবলয়ের তিন রাজ্যে রয়েছে ৬৫টি। বাকি ১৮ আসনের মধ্যে তেলেঙ্গানায় ১৭টি, মিজোরামে ১টি।
উল্লেখ্য, এই তিন রাজ্যের ফলাফলের উপর কি নির্ভর করছে লোকসভা নির্বাচনের ফলাফল, কিংবা বিজেপির আশানরুপ জয়। এই নির্ভরতার উপর ভিত্তি করা অনেকটা বোকামির পরিচয় হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিজেপির মত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলেও ২০১৯ এর লোকসভা নির্বাচনে সেইরকম কোনো প্রভাবই পড়েনি। ২০১৮ এর মতোই কি ২০২৪ দেখা যাবে ফলাফল, নাকি পাশা পাল্টে যাবে ? তার জন্য আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে লোকসভার ফলাফলের দিন পর্যন্ত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম