।। প্রথম কলকাতা ।।
Subhashree Ganguly: অবশেষে মুখের ওপর মোক্ষম জবাবটা দিয়েই দিলেন শুভশ্রী। কেনই বা দেবেন না, কী বলা হয়নি তাঁকে!এতোদিন তবু উপেক্ষা করেছেন সবই। কিন্তু এবার আর সত্যিই যেন নেওয়া যাচ্ছিল না। অভিনেত্রীর মৌনতা যেন সাহস বাড়িয়ে তুলেছিল। বেপরোয়া হয়ে উঠেছিল তারা। কি না তারা বলছিল বলুন তো। ‘কী চেহারা! আর নায়িকা হতে হবে না’। ইস কী মোটা হয়ে গিয়েছ। বোটক্স করে করে ফেসটা একদম শেষ হয়ে গিয়েছে।’ এবার শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। ভাবুন একবার!ব্যক্তিগত আক্রমণ কোন স্তরে নামিয়ে আনা হয়েছে তা দেখছেন! তাই তাদের চুপ করাতে কড়া জবাবটা দিতেই হলো অভিনেত্রীকে। কি বললেন তিনি?
প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কাণ্ড- কারখানা চোখে পড়ে। তারমধ্যে অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে চর্চা অন্যতম। শুভশ্রী গঙ্গোপাধ্যায় বারবার সম্মুখীন হন এমন নানা ঘটনার। কখনও চেহারা, কখনও সন্তান, কখনও আবার ব্যক্তিগত জীবন নিয়ে। একের পর এক ট্রোলিংয়ের পর এবার বিস্ফোরক শুভশ্রী। একেবারে ভিডিয়ো সহযোগে দিলেন চমকে যাওয়া কড়া দাওয়াই।সোশ্যাল মিডিয়া এখন যেন নীতিপুলিশির আখড়া হয়ে উঠেছে। কে বিয়ে করল, কার বাচ্চা হল এসব নিয়ে দিনরাত চর্চা। আর তিনি যদি টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় হন তবে তো কথাই নেই। সন্তান জন্মের আগে থেকেই একের পর এক বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।কখনও তাঁর শরীর নিয়ে কখনও আবার জীবনযাত্রা নিয়ে।
চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে এনেছিলেন রাজ-শুভশ্রী। তখন থেকেই যেন ট্রোলিং আরও বেড়েছে। ছেলে ইউভানের জন্মদিনে পার্টি করা থেকে কেন গর্ভাবস্থায় ডান্স বাংলা ডান্সের শ্যুটিং করছেন অভিনেত্রী, উঠেছে এমন হাজারও প্রশ্ন। প্রশ্ন তোলা হচ্ছিল তাঁর চেহারা নিয়েও। গত বৃহস্পতিবার কন্যা সন্তানের মা হয়েছেন শুভশ্রী। হাসপাতাল থেকেমেয়ের নাম-সহ সুখবর দিয়েছেন রাজ-শুভশ্রী। তবে তাতেও থামেনি নানা মন্তব্য। বেশিরভাগই তাঁকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন, আর কত? এবার তো বাচ্চার দিকে নজর দেওয়া উচিত। আবার কারওর মন্তব্য, যে, দুটি সন্তানের মা সে। আর হয়তো নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ থাকবে না। বরং শুধুই মায়ের চরিত্র পাবেন। এখানেই শেষ না।
বলা হয়েছে, ঠোঁট বদলে গিয়েছে। চেহারায় সবটাই প্লাস্টিক… আরও নানা কথা। তবে এবার জবাব দিলেন তিনি। কীভাবে? মুখে কোনও শব্দ নেই। বরং তিনি এক আঙুলেই সবটা বুঝিয়ে দিলেন। যা দেখে রীতিমতো স্তম্ভিত সকলে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে মেকআপ চলছে অভিনেত্রীর। সেই সময় আশপাশ থেকে ভেসে আসছে নানা মন্তব্য। যেগুলোর সম্মুখীন প্রায়ই হতে হচ্ছিল শুভশ্রীকে। সমস্ত মন্তব্য শুনে শুভশ্রীর একটাই জবাব। ট্রোলারদের উদ্দেশে নিজের মধ্যমা আঙুলটি তুলে দেখালেন অভিনেত্রী। আর এতেই ফের বিতর্ক। সোশ্যাল মিডিয়ার অনেকেই এটিকে খারাপ চোখে দেখেছেন। তাঁদের কথায়, এটা না হলেও হত।
View this post on Instagram
শুভশ্রীর এই ভিডিয়োয় পর এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা।অভিনেত্রী মৌনি রায় লিখলেন, ‘দারুন, এইজন্যই তো আমরা বন্ধু’। শুভশ্রীর জবাবকে অ্যাপ্রিসিয়েট করলেন শ্রাবন্তীও। সংগীতশিল্পী আকৃতি কক্কর থেকে শুরু করে অভিনেত্রী দেবলীনা কুমার সকলেই সাধুবাদ দিলেন অভিনেত্রীকে এমন জবাবের জন্য।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম