।। প্রথম কলকাতা ।।
স্বপ্ন সফল হল ডেভিড বেকহ্যামের। প্যারিসের ক্লাব পিএসজি থেকে মেসিকে ফ্লোরিডায় যে লক্ষ্য নিয়ে এনেছিলেন, তা অবশেষে পূর্ণ হল। প্রথম বারের জন্য কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্টার মায়ামি। আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক মেসি। আমেরিকা এসে প্রথম ট্রফি জিতলেন লিও। ফুটবলজীবনের ৪৪তম ট্রফি জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। লিগস কাপ ফাইনালে টাইব্রেকারে ন্যাশভিলকে হারিয়ে দিল ইন্টার মায়ামি। ফাইনালে অনবদ্য একটি গোল করেন মেসি। লিগস কাপে প্রতি ম্যাচেই মেসি গোল করেছেন। ফাইনালেও তার ব্যতিক্রম ঘটল না। গ্রেট ইন্টার মিয়ামির মাঠে পা রাখার মুহূর্ত থেকেই শুরু হয়েছে মেসি ম্যাজিক। মার্কিন মুলুকের সেরা টিমগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শেষপর্যন্ত মেসির হাত ধরে লিগ জয় ইন্টার মায়ামির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম