।। প্রথম কলকাতা ।।
Winter mask: শীত আর রুক্ষতা হাত ধরা-ধরি করে চলে। তাই এই সময়ে বিশেষ যত্ন একান্ত প্রয়োজনীয়। তা না হলে ত্বকের আদ্রতা হারাতে আরম্ভ করবে। সেই সঙ্গে বাড়বে সময়ের আগেই বলি রেখা পড়ার আশঙ্কাঝ। বিশেষ করে যাদের দিনের বেশিরভাগটাই শীততাপ নিয়ন্ত্রিত অফিসে কাটে তাদের ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে সামান্য কারণে। তবে এই শীতে বরং ভরসা রাখুন ঘরোয়া উপকরণে। তাতে আপনার ত্বক ভালো থাকবে আপনার শীতের শুষ্কতা মোকাবিলায় খরচও কম পড়বে।
সহজে পাওয়া যায় এমন উপকরণে এই শীতে ফেসপ্যাক তৈরি করুন। সব থেকে ভালো হয় যদি ফ্রুট প্যাক তৈরি করতে পারেন। যদি ফেস প্যাক তৈরি করতে সময় না থাকে বা ইচ্ছে না হয় তাহলে সরাসরি ফলের পাল্প ব্যবহার করুন ত্বকে। পাকা পেঁপের শাস নরম করে সারা মুখে মাখুন। এর ফলে আপনার মুখের পুরনো কোষ ঝরে যাবে। ত্বক অনেকটা নরম হবে।
হাফ চামচ মধু একটা ডিমের কুসুম এক চামচ শুকনো গুঁড়ো দুধ নিন। এই উপকরণের একটা পেস্ট তৈরি করুন। তারপর সারা মুখে মাখুন। কুড়ি মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আ্যাকনে সহ তৈলাক্ত ত্বকের জন্য নিন হাফ চা চামচ মধু, একটা ডিমের সাদা অংশ, এক চামচ টক দই, কিছুটা মুলতানি মাটি। পেস্ট তৈরি করে সারা মুখে সমান ভাবে মাখুন কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন।
গাজর কুচিয়ে নিন। থেঁতো করে নিয়ে কুচানো গাজর মাখন মুখে। কুড়ি মিনিট পর জলে ধুয়ে নিন। গাজরের ভিটামিন এ আপনার ত্বককে শীতে যত্নে লালিত করে রাখবে।
এক চা চামচ অ্যালোভেরা জেল নিন, তার সঙ্গে মেশান সমপরিমাণ অলিভ অয়েল। আপনার হাতের তালুতে দুটো ভালো করে মিশিয়ে নিন মুখেও গলায় লাগিয়ে রেখে দিন সারা রাত। তারপরের দিন হালকা গরম জলে মুখ ধুয়ে পছন্দের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
ত্বকের আদ্রতা বজায় রাখতে নারকেল তেল বা অলিভ অয়েলূর জুরি নেই। আপনার যেটি পছন্দ সেটি বেছে নিন। সঙ্গে আধ চা চামচ মধু মেশান। তারপর ভালো করে মিশিয়ে মুখে গলায় মেখে সারা রাত রেখে দিন। তেলে আদ্রতা এবং স্থিতিস্থাপকতা জোগাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম