।। প্রথম কলকাতা ।।
Shubman Gill: সারা আলি বা সারা তেন্ডুলকর এখন অতীত! শুভমন গিল নাকি মালা দিচ্ছেন টেলি অভিনেত্রী রিধিমা পণ্ডিতের গলায়। আসন্ন ডিসেম্বরেই বিয়ে শুভমন-রিধিমার? বিয়ে নিয়ে তুমুল চর্চা। চর্চার মাঝে মুখ খুললেন টেলি তারকা রিধিমা পণ্ডিত। কোনও রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন সবটা। ঠিক কী বললেন অভিনেত্রী? আচ্ছা কে এই রিধিমা? আপনি চেনেন এই নায়িকাকে? বিয়ে প্রসঙ্গে শুভমন কী বলছেন? সোশ্যাল মিডিয়ায় এখন হুলুস্থুল কাণ্ড।
কখনও সারা আলি খান তো কখনও আবার সারা তেন্ডুলকর। দুই সারা নিয়ে কনফিউশন প্রচুর। শুভমনের মনে কে ঘর করেছে তা জানার জন্য মরিয়া ছিল সবাই। তবে কোথাও না কোথাও এতদিন শচিন কন্যার পাল্লাটাই একটু ভারি ছিল। তবে এবার যা খবর এল তা সত্যিই চমকে দেওয়ার মত। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কোনও সারাই নয়, টেলি নায়িকা রিধিমা পণ্ডিতকে মন দিয়ে ফেলেছেন শুভমন গিল। সত্যিই কি তাই? কতদূর এগিয়েছে তাদের প্রেম?
যদিও বিষয়টা নিয়ে একেবারে স্পিকটি নট শুভমন। এর আগেও কখনও কোনও গুজবেই মুখ খোলেননি তিনি। তবে রিধিমা হাঁটলেন সম্পূর্ণ উলটো পথে। বিয়ের জল্পনা শুরু হতেই নড়েচড়ে বসলেন নায়িকা। জবাব দিলেন সোজা ব্যাটে। রিধিমা কী বলেছেন সেটা তো আপনাদের শোনাবই, তবে তার আগে জেনে নিন গুঞ্জন টা আসলে কী? আর কীভাবেই শুরু হল এই জল্পনা?
আসলে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় যে, আগামি শীতেই বিয়ের পিঁড়িতে বসবেন শুভমন। আর তার পাত্রী নাকি রিধিমা পণ্ডিত। ইতিমধ্যেই একাধিক মিডিয়া সেই খবর ফলাও করে ছাপিয়েও ফেলেছে। বিষয়টা ট্রেডিং-এ আসতেই নজরে পড়ে রিধিমারও। শুভমনের তরফে কোনও উত্তর না এলেও তিনি দিয়েছেন স্পষ্ট জবাব।
এইদিন নিজের ইনস্টাগ্রাম পোস্টে রিধিমা বলেন, ‘অসংখ্য সাংবাদিকের ফোনে আমার ঘুম ভাঙে। সকলেই আমার বিয়ের বিষয়ে জানতে চান। কিন্তু, কীসের বিয়ে? আমি তো এখন বিয়ে করছি না। যদি আমার জীবনে এরকম কিছু ঘটে তাহলে তো সেটা আমি নিজেই বলব।’ তাহলে কি বিয়ের গুজব মিথ্যা?
সেই সাথে অভিনেত্রী এটাও জানিয়েছেন, তিনি নাকি কোনোদিন শুভমনের সাথে দেখাই করেননি। তাই প্রেম আর বিয়ের কথা আসছে কীভাবে? এই খবর যে কীভাবে রটে গেল তা বুঝেই উঠতে পারছেন না রিধিমা পণ্ডিত। এককথায় গোটা বিষয়টি নিয়ে রীতিমত রেগে কাঁই হয়ে রয়েছেন এই অভিনেত্রী। তবে শুভমনের সঙ্গে রিধিমার বিয়ের গুঞ্জনে বেশ খুশিই হয়েছিল ভক্তরা। অনেকেই মনে করছিলেন, দুই সারার কনফিউশন থেকে বেরিয়ে নতুন প্রেমে মজেছেন ক্রিকেট তারকা। তবে রিধিমা সেই সবকিছুই নস্যাৎ করে দিলেন।
সে যাই হোক, কিন্তু আপনি কি এটা জানেন যে, রিধিমা কে? তিনি কিন্তু টলিপাড়ার বেশ নামজাদা অভিনেত্রী। এর আগে ‘বহু হামারি রজনীকান্ত’ সিরিয়ালে রোবট রজনীর চরিত্রের সৌজন্যে প্রচারে আসেন রিধিমা। এছাড়াও তাকে দেখা গেছে করতো কি খিলিড়া সিজন ৯ তে। তাকে দেখা গেছে বিগবস ওটিটিতেও। এমনকি তিনি অংশ নিয়েছেন Dance Plus with Raghav Juyal-এও।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম