।। প্রথম কলকাতা ।।
Yemen: সামনেই খুশির ঈদ, তার আগে চলছে রমজান মাস। সেই উপলক্ষে ইয়েমেনের রাজধানীর সানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে পদপিষ্ট হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে। ইয়েমেনের(Yemen) রাজধানী সানার(Sanaa) ওল্ড সিটিতে ত্রাণ সামগ্রী বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে একসঙ্গে প্রচুর মানুষ জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শূন্যে গুলি চালালে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। যার কারণে পদপিষ্ট হয়ে প্রায় ৮৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় ৩০০ জনের বেশি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
১৯ এপ্রিল, বুধবার ইয়েমেনের রাজধানী সানা একটি বড় দুর্ঘটনার ঘটনার সাক্ষী ছিল। সামগ্রী বিতরণ কর্মসূচি চলাকালে পদদলিত হয়ে প্রায় ৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। ঘটনার তথ্য দিয়ে নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, সানার বাব আল-ইয়ামান জেলায় ত্রাণ সামগ্রী বিতরণের একটি কর্মসূচি চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। এরপর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় আহত ও নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের খোঁজ চলছে। অপরদিকে ইভেন্ট আয়োজকদের হেফাজতে নেওয়া হয়েছে।
এই ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতেও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় একটি বড় কমপ্লেক্সের ভিতরে মাটিতে মানুষের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বলা হচ্ছে, কোনো না কোনো ব্যবসায়িক ব্যক্তিদের দ্বারা এই অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে পুলিশ অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ করছে।
ইয়েমেনের গণমাধ্যমের মতে, দুর্ঘটনার সময় কতজন সেখানে উপস্থিত ছিলেন তা এখনো জানা যায়নি। যেখানে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল সেটি ছিল ছোট রাস্তা। প্রায় ২ কিমি দীর্ঘ লাইন ছিল। জায়গায় জায়গায় আর্থিক সাহায্য দেওয়া হচ্ছিল, তাই প্রথমে পৌঁছানোর তাড়া ছিল মানুষের। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ ওই অনুষ্ঠানে যোগদান। হুথি সেনাবাহিনী এই ঘটনার জন্য দাতব্য অনুষ্ঠানের আয়োজকদের দায়ী করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদুল-খালেক আল-আঘারি পদদলিত হওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজকদের দায়ী করেছেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যদি এই চ্যারিটি অনুষ্ঠান করা হতো তাহলে এমন ঘটনা ঘটত না। আয়োজকরা এলোমেলো।ভাবে তহবিল বিতরণের কাজটি করেছিলেন।