।। প্রথম কলকাতা ।।
Weather Update: বঙ্গবাসী এখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছে। উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি মিললেও, দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টির দেখা নেই। বাতাসে বইছে লু। প্রতিদিনই যেন একটু একটু করে গরম বাড়ছে। এই ভ্যাপসা গরম এক্কেবারে অসহ্যকর। যারা টানা রোদে শ্রমসাধ্য কাজ করেন তারা অসুস্থ হয়ে পড়ছেন, তবে এর মধ্যেই রয়েছে স্বস্তির খবর। ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি আসতে পারে।
শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে। ভ্যাপসা গরম থেকে রেহাই মিলতে পারে। আলিপুর আবহাওয়ার দফতর বলছে, শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস হয়েছে। উপকূলের জেলাগুলিতে শুক্রবার থেকেই আবহাওয়ার বদল ঘটবে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশসহ হালকা বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার তাপপ্রবাহ জারি রয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় বইবে লু। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ভিজবে মালদা এবং দুই দিনাজপুর। যদিও এখনো সেভাবে কালবৈশাখী ঝড়ের কোন পূর্বাভাস পাওয়া যায়নি। শনিবার থেকে এই গরমে স্বস্তি মিলতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে শুরু করে ৪০ ডিগ্রির বেশিতে পৌঁছে গিয়েছে। সবথেকে বেশি অস্বস্তিকর ব্যাপার হলো, বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ যার। বৃহস্পতিবার বাতাসে আপেক্ষিক আদ্রতা রয়েছে ২৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪৪ ডিগ্রিতে। পানাগর, পুরুলিয়া, আসানসোলের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস।