।। প্রথম কলকাতা ।।
Bollywood: কেবল নায়ক নন, খলনায়ক হয়েই বক্স অফিস কাঁপিয়েছেন বলিউড বাদশা শাহরুখ! চেনা শাহরুখের এই অচেনা দিক দেখেছেন? হিরো তো বটেই ভিলেন হয়েও সেরার সেরা! রোমান্টিক হিরোর খোলনলচে বদলে শাহরুখ নাকি মারকাটারি ভিলেইন। অভিনেতার এই ছবিগুলি দেখেছেন আপনি? তালিকায় রয়েছে দু’দুটি ধামাকাদার হিট।
নায়ক এবং খলনায়ক, দুটি সম্পূর্ণ ভিন্ন শেড। কোনও একজন ব্যক্তির পক্ষে দুটো শেড নিখুঁতভাবে ফুটিয়ে তোলা বেশ ডিফিকাল্ট। তবে জানেন কি ইন্ডাস্ট্রিতে এমনও কিছু তারকা রয়েছেন যারা এই দুটি চরিত্রেই তাক লাগানো অভিনয় করেছেন।
আর তার মধ্যে অবশ্যই একটা হলেন শাহরুখ খান। কী? শুনে চমকে গেলেন? ভাবছেন রোমান্সের মূর্তিমান শাহরুখ আবার কখন ভিলেইনের ভূমিকায় অভিনয় করলেন? হ্যাঁ, করেছেন। নায়ক চরিত্রের পাশাপাশি হাড়জ্বালানো খলনায়ক দুই চরিত্রেও দর্শকদের নজর কেড়েছেন ‘কিং খান’। যার মধ্যে একটা ছবির কথা হয়ত সকলেই জানেন। সেটা হচ্ছে ‘ডর’। তবে বাকি ছবিগুলির কথা জানেন কি? একটু সবুর করুন। সেগুলোই বলব আজকের ভিডিওতে।
একথা তো সকলেই জানেন যে, তবে একটা ছবি হিট করানোর পেছনে ‘নায়ক’ এবং ‘খলনায়ক’ এই দুটি চরিত্রই সমান অবদান রাখে। রীতিমত সমানে সমানে টক্কর চলে এই দুটি চরিত্রের মধ্যে। তবে মজার বিষয় হল, এই দুটি চরিত্রের শেড কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তবে কিং খান সবেতেই সমান সাবলীল।
এই যেমন ধরুন ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডর’। এই ছবিতে তার নৃশংস অভিনয় দেখে কে বলবে যে এ ‘বীর জারা’য় অমন রোমান্টিক একটা চরিত্রে অভিনয় করতে পারে? যশ চোপড়া পরিচালিত এই ছবিতে নায়কের চেয়েও বেশি জনপ্রিয় হয়েছিল খলনায়কের চরিত্র। সানি দেওলকেও ছাপিয়ে গেছিলেন শাহরুখ। শোনা যায় এই কারণে ‘গদর’ তারকা নাকি খানিকটা গোঁসাও করেছিলেন।
তালিকার পরবর্তী নাম অবশ্যই ‘ডন’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে এক মারকাটারি ডনের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও এই ছবিতে হিরো বা ভিলেইন আলাদা করে কিছু বলা যায়না। কারণ ছবির সবটা জুড়েই ছিলেন কেবল শাহরুখ। এবং ছবির সাফল্য এতটাই ছিল যে, ধীরে ধীরে একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয় ‘ডন’।
মজার বিষয় হল, কেরিয়ারে সফল হওয়ার পর তিনি এক্সপেরিমেন্ট করতে শুরু করেননি। বরং কেরিয়ারের শুরুর থেকেই এক্সপেরিমেন্ট করে চলেছেন শাহরুখ। সালটা তখন ১৯৯৩, সদ্য সদ্যই ইন্ডাস্ট্রিতে এসেছেন। ভাবুন তো, এমন সময় কেউ খলনায়কের ভূমিকায় অভিনয় করার রিস্ক নেয়? কিন্তু শাহরুখ নিয়েছিলেন। ‘বাজিগর’ ছবিতে নিজের সবটা উজাড় করে দিয়েছিলেন বাদশা। আর বলাই বাহুল্য যে, এই ছবিতেও নায়ককে ছাপিয়ে গেছিলেন তিনি।
নাম রয়েছে ‘রইস’এরও। ‘ডন’র মত এই ছবিতেও শাহরুখের চরিত্রকে নায়ক-খলনায়কের ক্যাটাগরিতে কাটাছেঁড়া করা যায়না। তবে গ্রে শেডের চরিত্র বলাই যায়। যার মধ্যে রয়েছে ভালো খারাপ দুটো দিকই। রইসের গ্যাংস্টার শাহরুখও জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত আনজাম ছবিটির কথা মনে আছে? এই ছবিতেও একজন জেলাস সাইকোপ্যাথের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। এই ছবিতেই প্রথমবার মাধুরী এবং শাহরুখকে একসাথে পর্দায় দেখা যায়। ছবিতে তিনি মাধুরীর প্রেমে এমন বিভোর হয়ে যান যে একজন স্টকারে পরিণত হন। এই ছবির জন্য সেরা খলনায়ক হিসেবে সেবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন শাহরুখ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম