।। প্রথম কলকাতা ।।
Kolkata International Book Fair: চলতি মাসের একেবারে শেষ দিকে শুরু হতে চলেছে ২০২৩ এর কলকাতা আন্তর্জাতিক বই মেলা (Kolkata International Book Fair 2023)। ৩০ জানুয়ারি থেকে এই বই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা নিয়ে সোমবার আলোচনায় বসলেন দায়িত্বপ্রাপ্তরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের প্রতিনিধি সহ বিধান নগর পুলিশ কমিশনার গৌরব শর্মা, বিদ্যুৎ দফতর, পুরসভা, দমকল দফতর এবং অন্যান্য দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। চলতি বছরে বইমেলার নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।
জানা যায়, এই দিনের বৈঠকে আলোচনা করা হয় বইমেলার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিয়ে। এই বছরের বইমেলা প্রাঙ্গণে পূর্বের তুলনায় আরও বেশি সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সব দিক থেকে নজরদারি রাখার জন্য ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। সেই ওয়াচ টাওয়ারের (Watch Tower) মাধ্যমে গোটা বইমেলা চত্বরে পুলিশের নজরদারি চলবে। যারা বইমেলায় আসবেন সেই সকল বইপ্রেমীদের যাতে যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আলাদা বাস টার্মিনাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুরসভার সহযোগিতায় জল সরবরাহ এবং বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হবে।
৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । জানা গিয়েছে , তিনি ৩০ জানুয়ারি দুপুর ২ টো নাগাদ এই বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম (Theme) হল স্পেন (Spain)। করোনার কারণে বিগত বছরে এই বইমেলাকে কেন্দ্র করেও একাধিক বিধি-নিষেধের তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু এই বছরে আর করোনার দাপট নেই। সেই কারণে বিধি-নিষেধের কড়াকড়িও নেই। বইমেলায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা যায় সেই দায়িত্ব নেবে কলকাতা পুলিশ । অন্যদিকে বইমেলাকে ঘিরে অন্যান্য বছরের মত এই বছরেও বইপোকাদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম