।। প্রথম কলকাতা ।।
Byomkesh O Durgo Rahasya: রহস্য আর রোমাঞ্চের সাথে অনবদ্য লুক। নতুন রূপে ফিরছেন দেব। টিজার প্রকাশ পেতেই গায়ে কাঁটা দিচ্ছে দর্শকদের। অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পাবে। আবারো দেব রুক্মিণীর ফ্যানেরা বড় পর্দায় দেখতে পাবে তাদের প্রিয় জুটিকে। রুক্মিণীকে এই রকম চরিত্রে আগে দেখেননি দর্শকরা। তাকে সত্যবতীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। টলিউডে এত অভিনেত্রী থাকতে, দেবের বিপরীতে রুক্মিণীকে কেন কাস্ট করা হল? নেপথ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে? নাকি রয়েছে অন্য কোন গল্প? কি বলছেন দেব- রুক্মিণী?
এই প্রসঙ্গে ‘প্রথম কলকাতা’র প্রতিনিধিকে রুক্মিণী জানান, “সত্যবতী কাকে করা যায়, দেব আমার কাছ থেকে পরামর্শ চেয়েছিল। আমি অনেকের নাম বলেছি। কিন্তু ডিরেক্টর বিরসা দাশগুপ্ত তিনি আমাকে ছাড়া অন্য কাউকে সত্যবতী ভাবতে পারেননি। তাই অবশেষে আমাকেই সত্যবতী চরিত্রে অভিনয় করতে হল”। রুক্মিণী দেবের পরিচিত বলে এই ছবিতে তাকে কাস্ট করা হয়েছে এমনটা নয়। তিনি প্রায় দশ বছর ইন্ড্রাস্ট্রিতে রয়েছেন। ডিরেক্টর তাকে চেনেন বহু বছর ধরে। ছবির সত্যবতী চরিত্রের জন্য তাকে বেছেছেন তার আগের কাজের পরিপ্রেক্ষিতে। এমনটাই দাবি অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। অপরদিকে এই বিষয়ে দেব জানান, তিনি চাননি রুক্মিণী এই ছবিতে অভিনয় করুক। কারণ দেবের ছবিতে যদি রুক্মিণী অভিনয় করেন তাহলে বহু জায়গায় এই বিষয় নিয়ে হয়ত অনেক সমালোচিত হতে হবে। যাতে তা না হয় তাই দেব সত্যবতী চরিত্রে প্রথমে রুক্মিণীকে কাস্ট করতে চাননি। দেব বলেন “আমার মনে হয়েছিল সত্যবতী অন্য কেউ হলে ভালো হত”। তবে এক পর্যায়ে এসে বলেই ফেলেন, রুক্মিণীর সাথে অভিনয় করে তার খুব ভালো লেগেছে। তার কারণ, আগের থেকে রুক্মিণীর অভিনয় এখন অনেক ম্যাচিওর হয়েছে। লুক সেটের পর মনে হয়েছে, এই চরিত্রে রুক্মিণীর থেকে অন্য কেউ ভালো হতে পারত না।
১৪ই জুলাই শুক্রবার থেকে ছবির মুক্তির জন্য কাউন্টডাউন শুরু গিয়েছে। কিছুদিন আগেই ছবিটির প্রি টিজার সামনে আসতেই অনুরাগীদের আগ্রহের পারদ কয়েকগুণ বেড়ে গিয়েছিল। দেবের পাশে অজিতেশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অম্বরীশ ভট্টাচার্য। ছবিটির টিজারে দেখা যায় দুর্দান্ত দৃশ্যপট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বিরসা দাশগুপ্তের এই ছবি বাংলা সিনেমায় নতুন মাইলফলক তৈরি করবে বলে আশা রাখছে স্বয়ং এই ছবির প্রডিউসার এবং অভিনেতা দেব। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’, নামের মধ্যেই রয়েছে রহস্য রোমাঞ্চ আর ধাঁধার গন্ধ। যেখানে ঝড় বৃষ্টির রাতে আলো অন্ধকারে দুর্গের দিকে হেঁটে চলেছে একজন। সেটা যে দেব তা বলার অপেক্ষা রাখে না। হাতে লন্ঠন। নদীর পাড়ে সারি দিয়ে জ্বালছে চিতা। টিজারে দেখা যায়, ঘন জঙ্গলের মধ্যে জনপ্রিনহীন রাস্তায় ছুটে চলেছে মোটর গাড়ি। প্রথম সংলাপ ‘আপনি ব্যোমকেশ বাবু না?” আর এই প্রশ্নের উত্তরে ব্যোমকেশের বলে “আমি নেতাও নই, আমি অভিনেতাও নই”। দেব রুক্মিণী ছাড়াও এখানে অভিনয় করতে দেখা যাবে শান্তিলাল মুখার্জি, রজতাভ দত্ত সহ একগুচ্ছ জনপ্রিয় তারকাদের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম