।। প্রথম কলকাতা ।।
বিশ্ব ফুটবলে এখন সবচেয়ে চর্চিত বিষয় হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের আগেই ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনাল্ডোর। একটি সাক্ষাৎকরে ক্লাব ও কোচের সম্পর্কে সমালোচনা করে বিতর্কে জড়ান পর্তুগিজ সুপারস্টার। এরপর বিশ্বকাপের মঞ্চে বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো। কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁকে তুলে নেওয়ায় কোচের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন তিনি। সাংবাদিক সম্মেলনে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস এই কথা স্বীকার করে নিয়ে বলেন নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি।
এরপরই শেষ আটের ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেন পর্তুগাল কোচ। নিজের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপে এইভাবে ডাগআউটে বসে থাকতে হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি রোনাল্ডোর অতিবড় ভক্তও। এরপর বিশ্বফুটবলে কান পাতলেই কানাঘুষো শোনা যায় রোনাল্ডো নাকি পর্তুগালের স্কোয়াড ছাড়বেন বলে হুমকি দিয়েছেন। তবে সেই অভিযোগও অস্বীকার করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। ক্যারিয়ারের শেষ লগ্নে একের পর এক বিতর্কে জর্জরিত রোনাল্ডো। এবার প্রিয় ছাত্রকে ডিফেড করতে এগিয়ে আসনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি।
কার্লো আনসেলত্তি বলেন, “আমি তাকে (রোনাল্ডোকে) দুই বছর কোচিং করিয়েছি এবং কোনো সমস্যা ছিল না। আসলে সে আমার জন্য সেগুলো সমাধান করেছে। ক্রিশ্চিয়ানো ভালো ট্রেনিং করে, সে বিশদে মনোযোগ দেয়, সবকিছু পরিচালনা করা আমার পক্ষে সহজ ছিল। সে একজন ব্যতিক্রমী খেলোয়াড়।”