Religion: হিন্দু-মুসলিম সম্প্রীতির নজির, ইসলামিক প্রতিষ্ঠানে চলছে সংস্কৃতের ক্লাস

।। প্রথম কলকাতা ।।

Religion: ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’, হিন্দু মুসলিম দুই আলাদা ধর্ম (Religion) হলেও আসলে সম্প্রীতিতে যে তারা যে ভীষণ এক, সে কথা বারবার প্রমাণিত। এবার ফের সামনে এল দুই ধর্মের সম্প্রীতির কথা।

অ্যাকাডেমি অফ শরিয়া অ্যান্ড অ্যাদভান্সড স্টাডিজ’ (Academy of Sharia and Advanced Studies) যা কিনা মুসলিম পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাতে কী! সেখানে যত্ন করেই পড়ানো হয় সংস্কৃত। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহম্মদ ফৌজির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

এখানে শুধু যে সংস্কৃত পড়ানো হয় তাই নয়, ক্লাসে সংস্কৃতেই কথা বলেন। এর সব কৃতিত্বই অধ্যক্ষ ফৈজির। আচার্য শংকরের দর্শন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ফলে জানেন, শাস্ত্রের মূল কথাগুলো জানা কতটা জরুরি।

কিন্তু সমস্ত পড়ুয়াই এই এতটা পড়াশোনার চাপ নিতে পারে না। তাই পরীক্ষা দিতে হয় এই ক্লাসের জন্য সেখান থেকে বেছে বেছে নির্দিষ্ট কয়েকজন পড়ুয়াকে নিয়েই চলে সংস্কৃতের ক্লাস।

সংস্কৃত আয়ত্ত যে বেশ সাধনার বিষয় তা মানছেন পড়ুয়ারা। কিন্তু নিয়মিত শেখার ফলে তা এখন আর অত কঠিন নয়। বরং শ্লোকের অর্থ বুঝতে পারছে পড়ুয়ারা, তত আনন্দই পাচ্ছে সকলে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version