Bollywood: বেঁচে গেছে প্রডিউসারদের টাকা! তারকাদের বাড়িতেই শুটিং হয়েছিল এই ছবিগুলির

।। প্রথম কলকাতা ।।

 

Bollywood: টাকা বাঁচানোর নিনজা টেকনিক! কোনও স্টুডিও নয়, বলিউডের এই ৬ সিনেমার শুটিং হয়েছে তারকাদের নিজেদের বাড়িতেই। বেঁচে গেছে প্রডিউসারদের কাঁড়ি কাঁড়ি টাকা।যার মধ্যে রয়েছে দুটি ব্লকব্লাস্টার হিট, রয়েছে এভারগ্রীন হিট সিনেমার নামও। জানেন, কী কী সেই সিনেমাগুলি? জানেন কোন কোন সিনেমার শুটিং হয়েছে তারকাদের বাড়িতেই? সত্যিই কি টাকা বাঁচানোর জন্য তারকাদের বাড়িতেই শুটিং হয়েছিল এই ছবিগুলির? নাকি রয়েছে অন্য কোনও কারণ?

 

একথা তো বলাই বাহুল্য যে, প্রতিটি ছবির ক্ষেত্রেই গল্পের সাথে সামঞ্জস্য রেখে শুটিং লোকেশন ঠিক করাটা অত্যন্ত জরুরি। যে কারণে সিনেমার মাত্র একটা দৃশ্যের জন্য দেশ ছাড়িয়ে বিদেশ অবধি পাড়ি দেয় গোটা ইউনিট। কারণটাও খুবই স্বাভাবিক। দর্শককে ছবির মধ্যে বুঁদ করে রাখতে হলে এটুকু তো করতেই হবে।

 

আপনিই ভাবুন না, পাঠানের মত একটা হাই বাজেটের সিনেমার শুটিং যদি মধ্য কলকাতার পুরনো একটা বাড়িতে করা হয়, তবে কি আপনার ভালো লাগবে? অথবা ‘লাপাতা লেডিজ’র শুটিং যদি কোনও পাঁচ মহলা রাজপ্রাসাদে হত, সেটাও কি মানানসই হত? হতনা নিশ্চয়ই? আর দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখেই শুটিং ডেস্টিনেশন ঠিক করে থাকেন মেকার্সরা।

 

তবে জানেন কি, বলিউডে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলির শুটিং কোনও স্টুডিওতে হয়নি। বরং শুটিং হয়েছে তারকাদের বাড়িতেই। নিন্দুকরা তো বলে, টাকা বাঁচাতেই নাকি এই কাজ করেছেন প্রডিউসাররা। তবে বলিউড বলে অন্য কথা। সিনে পাড়ার দাবি, এই ছয় ছবির জন্য নাকি এর থেকে বেটার কোনও ডেস্টিনেশন হতেই পারতনা। আন্দাজ করতে পারলেন কী? একটু মনে করে দেখুন তো, আপনার চেনা কোনও তারকার বাড়ির সাথে কোনও ছবির দৃশ্যের মিল পাচ্ছেন কি না? মনে করতে পারলেন?

 

চলুন আমরাই জানিয়ে দিই‌।

 

তালিকার প্রথমেই রয়েছে কালজয়ী সিনেমা বীর জারা। অনেকেই হয়ত জানেন না যে, কিং খানের এই কাল্ট ক্লাসিকের শুটিং হয়েছিল সইফ আলি খানের পতৌদি প্যালেসে। জারার বিলাসবহুল বাংলো বলে যেটিকে ছবিতে দেখানো হয়েছিল, সেটি আসলে সইফের বাংলো‌। সেই সাথেই জানিয়ে দিই, আমির খানের রং দে বাসন্তীর শুটিং-ও হয়েছিল এই বাড়িতেই।

 

এর পরেই রয়েছে কিং খানের ফ্যান। খুব কম মানুষই জানেন যে, এই ছবিটির একটা দৃশ্যের শুটিং হয়েছিল খোদ শাহরুখের বাড়ির সামনে। এমনকি মন্নতের ভেতরেও বেশকিছু দৃশ্যের শুটিং হয়েছিল বলে শোনা যায়।

 

জেনে অবাক হবেন যে, করিনা-অর্জুনের কি অ্যান্ড কা’ এর একটি দৃশ্যের শুটিং হয়েছিল অমিতাভ বচ্চনের ‘জলসা’য়। ছবিতে যেখানে অমিতাভের সঙ্গে কবীরের দেখা হচ্ছে, সেটার জন্য ‘জলসা’ ছাড়া অন্য কোনও জায়গাকে ভাবতেই পারেননি মেকার্সরা। এমনই সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুর বেশ কিছু দৃশ্যের শুটিং-ও নাকি মুন্নাভাইয়ের ফ্ল্যাটেই হয়েছিল বলে শোনা যায়।

 

তালিকায় রয়েছে ব্লকব্লাস্টার ছবি বজরঙ্গি ভাইজানও। সলমন খানের কেরিয়ারের অন্যতম ব্লকব্লাস্টার ছবি এটি। যদিও ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছিল কাশ্মীর এবং পাকিস্তানে। তবে এর কিছু দৃশ্যের শুটিং হয়েছিল খোদ সলমনের পানভেল ফার্মহাউসে। এছাড়াও রণদীপ হুডা এবং রানী মুখার্জী অভিনীত ‘আজীব দাস্তা হ্যায়’ ছবিটির বেশিরভাগ দৃশ্যের শুটিংয়ের জন্য নিজের বাড়িকেই বেছে নিয়েছিলেন করণ জোহর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version