Petroleum Minister Hardeep Puri: ‘জিএসটির আওতায় জ্বালানিকে আনতে প্রস্তুত কেন্দ্র’, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

।। প্রথম কলকাতা ।।

Petroleum Minister Hardeep Puri: এবার জ্বালানিতেও জিএসটি! পেট্রোল ডিজেল সহ জ্বালানিকে মোদী সরকার জিএসটি (GST)-এর আওতায় আনতে প্রস্তুত কিন্তু রাজ্যগুলি, যাদের জ্বালানী এবং মদ প্রধান রাজস্ব পাওয়ার প্রধান উপকরণ তারা এই ধরনের প্রস্তাবে রাজি নাও হতে পারে, এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Petroleum Minister Hardeep Puri)

পুরী জানিয়েছেন ‘কেন্দ্র পণ্য ও পরিষেবা কর শাসনের অধীনে পেট্রোল এবং ডিজেলকে আনার জন্য প্রস্তুত, তবে রাজ্যগুলির তরফে এমন পদক্ষেপে সম্মত হওয়ার সম্ভাবনা কম। তাই যদি রাজ্যগুলি সম্মতি দেয়, কেন্দ্র প্রস্তুত এই নয়া সিদ্ধান্ত লাগু করতে।’

এই প্রসঙ্গে তিনি আর বলেন যে ভারতে বিগত সময়ে জ্বালানির দামের সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম যেখানে এক বছরে বেড়েছে ৪৩ শতাংশ বেড়েছে ভারতে তা মাত্র দুই শতাংশ!’

বিশ্বজুড়ে চলা বিভিন্ন অস্থিরতার মধ্যে ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতাকে তুলে ধরার জন্য পুরী মর্গ্যান স্ট্যানলি এবং আইএমএফকে উল্লেখ করে বলেছেন ‘বিশ্বের কোথাও যদি কোন উজ্জ্বল স্থান থেকে থাকে, তা হল ভারত। এটা আমার বক্তব্য নয় এটা মর্গ্যান স্ট্যানলি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের মন্তব্য।’

তিনি আরও বলেন ‘এটা বোঝা কঠিন নয়, যারা এর থেকে রাজস্ব পায়, যিনি রাজস্ব পাচ্ছেন, তিনি তা ছাড়বেন কেন? মদ এবং জ্বালানি এই দুটি জিনিসই মূলত রাজস্ব উৎপন্ন করে। একমাত্র কেন্দ্রীয় সরকারই মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত তাই এই পদক্ষেপের কথা চিন্তা করা হচ্ছে’।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version