।। প্রথম কলকাতা।।
AAP: দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীর জন্য নয়া চমক আম আদমি পার্টির। আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ঝাড়ু প্রতীকে লড়াই করতে দেখা যাবে এই দলকে। এরই মধ্যে আইনি পরামর্শ দেওয়ার জন্য অনলাইন পরিষেবা চালু করেছে কেজরিওয়ালের দল। আপের ১১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য দপ্তরে পতাকা উত্তোলনের সঙ্গে প্রতিটি জেলায় একাধিক কর্মসূচি নেওয়া হয়। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে উত্তর দিনাজপুরে কুকুরের সুরক্ষা ব্যবস্থা সহ একাধিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।
একাধিক রাজ্যে ক্ষমতায় এসেছে আপ। আর তার মধ্যে রাজ্যবাসীর জন্য এক নয়া পরিষেবা নিয়ে এসেছে এই দল। পরিষেবাটি পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবর অনুযায়ী এই পরিষেবার দরুন যে কেউ ফোন করে নিজের আইনি সমস্যার সমাধানের জন্য পরামর্শ নিতে পারবেন। রিপোর্ট অনুযায়ী আপের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র জানিয়েছেন, ‘আমরা ১৩০ কোটি ভারতীয় মিলে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ করে তুলব। এটাই আপের লক্ষ্য। ভালো শিক্ষা, স্বাস্থ্য সকল ভারতীয়দের অধিকার। আর আমরা সেই লক্ষ্য পূরণ করতে অঙ্গীকারবদ্ধ’।
রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবা প্রতি সপ্তাহে চালু থাকবে। যেখানে হাইকোর্ট থেকে একজন বিশিষ্ট আইনজীবী থাকবেন অনলাইনে। চলবে প্রশ্নোত্তর পর্ব। এক কথায় এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যবাসীর কাছে পৌঁছতে চাইছে আম আদমি পার্টি। কতটা তারা তাদের কাজে সফল হবে, সেটা বোঝা যাবে এই পরিষেবায় মানুষ কতটা উপকৃত হচ্ছে তা দেখে। প্রতি শনিবার চলবে আলোচনা পর্ব। ২৬ নভেম্বর আলোচনার বিষয় ছিল সাংবিধানিক মৌলিক অধিকার। আপ-এর লিগাল সেলের ফেসবুক পেজে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম