।। প্রথম কলকাতা ।।
OnePlus এর স্মার্টফোনের উপর ব্যবহারকারীদের বরাবরই একটি উচ্চ প্রত্যাশা থাকে। বিশেষ করে এই ফোনের ক্যামেরা নিয়ে একটা দারুন উত্তেজনা কাজ করে মানুষের মধ্যে। অনেকাংশে আইফোনের ক্যামেরার সাথেও তুলনা করতে ছাড়েন না ওয়ানপ্লাস ব্যবহারকারীরা। সেই উত্তেজনা বজায় রাখতে সম্প্রতি বাজারে নতুন OnePlus 11 5G স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থা। প্রাথমিক পর্যায়ে নিজেদের দেশে অর্থাৎ চিনে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে সংস্থাটি।
OnePlus এর দাবি, তাদের এই স্মার্টফোন পূর্বের সিরিজগুলির থেকে ৩৫ শতাংশ বেশি পারফর্মেন্স প্রদান করবে। কারণ এতে রয়েছে Snapdragon 8 Gen 2 চিপ। এটি একটি লেটেস্ট প্রসেসর যা বর্তমানে খুব সীমিত অ্যান্ড্রোয়েড স্মার্টফোনেই উপলব্ধ। কিন্তু প্রসেসর ছাড়াও আর কি কি এমন উপাদান রয়েছে যা অন্য ফোনগুলির থেকে এটিকে আলাদা করে। পাশাপাশি কি কি ফিচার্সের কথা মাথায় রেখে এই স্মার্টফোন বিবেচনা করা উচিত? চলুন জানা যাক।
OnePlus 11 5G স্মার্টফোনের মূল ফিচার্স
- এটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ
- ৫০ মেগাপিক্সেল Sony IMX980 প্রাইমারি সেন্সর
- ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 আলট্রা ওয়াইড লেন্স
- ৩২ মেগাপিক্সেল Sony IMX709 পোর্ট্রেট লেন্স
- ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর
- এটিতে ৫,০০০mAh ব্যাটারি রয়েছে ১০০ ওয়াটার সুপার ফাস্ট চার্জিং
- সংস্থার দাবি এই ফোনে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১০ মিনিট
- ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২৫ মিনিট
আরো পড়ুন : ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন! জেনে নিন লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম
স্মার্টফোনটির ডিসপ্লে ও অপারেটিং সিস্টেম
- ৬.৬৭ ইঞ্চি কোয়াড HD+ (৩২১৬*১৪৪০ পিক্সেল রেজোলিউশন) AMOLED ডিসপ্লে
- এর সাথে মিলবে ডলবি ভিশন সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা
- সফটওয়্যার মিলবে একদমই নতুন অ্যান্ড্রোয়েড ১৩ অপারেটিং সিস্টেম
স্মার্টফোনটির প্রসেসর এবং স্টোরেজ
- প্রসেসর যেমনটি প্রতিবেদনের প্রথমে উল্লেখ করা হয়েছে Snapdragon 8 Gen 2 চিপসেট
- ১৬ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ
- স্মার্টফোনে রয়েছে বিশেষ RAM ম্যানেজমেন্ট সিস্টেম যা মাল্টি টাস্কিং এবং গেমিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে
OnePlus 11 5G স্মার্টফোনের দাম কত?
OnePlus 11 5G স্মার্টফোনের ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজের দাম CNY ৩,৯৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,০০০ টাকা), ১৬ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজের দাম CNY ৪,৩৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৫২,৯০০ টাকা), আর শীর্ষ ভেরিয়েন্ট ১৬ জিবি RAM ও ৫১২ জিবি স্টোরেজের দাম CNY (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯,০০০ টাকা)। বর্তমানে এটি চীন লঞ্চ হলেও ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে অন্যান্য দেশের বাজারে এই স্মার্টফোন উন্মোচন করা হবে বলে জানিয়েছে সংস্থা।