Shiva Puja: সোমবার শিব পুজোয় কাটবে সংসারের অশুভ ছায়া, মানুন সঠিক নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Shiva Puja: সনাতন ধর্মে বছরের প্রত্যেক সোমবার (Monday) অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শ্রাবণ মাসে দেবাদিদেবের মাথায় জল ঢালতে বহু মানুষ হরিদ্বার, ঋষিকেশ, কৈলাসের দিকে যাত্রা করেন। কানওয়ার যাত্রীরা পায়ে হেঁটে দিন রাত জেগে তাদের গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেন। এছাড়াও বছরের প্রতিটি সোমবারের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু বিশ্বাস এবং ধ্যান ধারণা। যা বহু মানুষ মনে-প্রাণে মেনে চলেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে দেবাদিদেরকে ঈশ্বর মনে করা হয়েছে। সারা বছর ধরে শিবের আরাধনা হলেও সোমবার শিবের আরাধনার (Shiva Puja) বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, সোমবার নিয়ম মেনে ভক্তি ভরে দেবাদিদেবের আরাধনা করলে ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়, কেটে যায় জীবনে থাকা সমস্ত বাধা। সংসার ভরে ওঠে সুখ আর সমৃদ্ধিতে। আবার বহু মানুষ সোমবার সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখেন। সোমবার দেবাদিদেবের আরাধনার মাধ্যমে সুফল পেতে এবং আর্থিক কষ্ট দূর করতে এই নিয়ম গুলি পালন করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version