।। প্রথম কলকাতা ।।
Vikram-S: স্পেস এক্স কিংবা ব্লু অরিজিনের মত ভারত ঐতিহাসিক রেকর্ড গড়ল। এই প্রথম ভারতের কোন বেসরকারি সংস্থা উৎক্ষেপণ করল রকেট। যা রীতিমত মাইলস্টোন তৈরি করেছে। ১৮ই নভেম্বর শুক্রবার শ্রীহরি কোটার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ হয়েছে বিক্রম এস (Vikram S) নামক রকেট। এটি তৈরি করেছে হায়দ্রাবাদের স্টার্টআপ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) ।
১২ থেকে ১৬ই নভেম্বরের মধ্যে এই রকেট উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা পিছিয়ে যায়। এটি মূলত একটি সিঙ্গেল স্টেজ সাব অরবিটার লঞ্চ ভেহিকেল। এটি তিন গ্রাহকের পেলোড বহন করছে। স্কাইরুট সেই ২০২০ সাল থেকে তাদের ‘প্রারম্ভ’ মিশনের অধীনে এই রকেট তৈরির কাজ শুরু করে। এই মিশনের অধীনে ভারতের প্রথম কোন বেসরকারি কোম্পানি স্পেস কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে। এটি বিক্রম এস উৎক্ষেপণের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করল।
এই রকেটটির ওজন প্রায় ৫৪৫ কেজি, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে। সময় লাগবে মাত্র ৩০০ সেকেন্ড। মিশনটিকে স্কাইরুটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচনা করা হয়। কারণ এটি বিক্রম-1 অরবিটাল যানে ব্যবহৃত প্রযুক্তির ৮০ শতাংশ যাচাই করতে সহায়তা করবে, যা পরের বছর লঞ্চ করার পরিকল্পনা করা হয়েছে। রকেট উৎক্ষেপণের বিষয়ে স্কাইরুট কোম্পানি এবং ইসরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ জানিয়েছে , প্রায় ১০০টি স্টার্ট-আপ মহাকাশ প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ইসরোর সাথে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার বেঙ্গালুরু টেক সামিট-২০২২-এ ‘আর অ্যান্ড ডি – ইনোভেশন ফর গ্লোবাল ইমপ্যাক্ট’ বিষয়ে কথা বলার সময় এমনটা জানান।
জীবনের বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করে তিনি বলেন, মহাকাশ অভিযানের জন্য যেসব প্রযুক্তি ও উদ্ভাবন করা হয় তা দৈনন্দিন জীবনেও নানাভাবে ব্যবহৃত হয়। অনেক স্টার্ট-আপ বিশেষ ভাবে এই দিকটি নিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, ISRO ভারত সরকারের স্মার্ট সিটি প্রকল্প এবং স্মার্ট উৎপাদন প্রক্রিয়াগুলির একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম