।। প্রথম কলকাতা ।।
যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে জায়গা করে নিল নেদারল্যান্ডস। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেল ডাচরা। ম্যাচ জুড়ে দাপট দেখালেন ডেনজেল ডামফ্রিস। একটি গোল করলেন, দুটি গোলে অবদান রাখলেন। প্রথমার্ধে মেমফিস ডিপাই ও ডালে ব্লিন্ডের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান যুক্তরাষ্ট্রের হাজি রাইট। ডাচদের হয়ে জয়সূচক গোলটি করেন ডামফ্রিস।
শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে আক্রমণে ওঠে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় বড় সুযোগ হাতছাড়া করেন পুলসিক। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি চেলসির এই ফরোয়ার্ড। তবে পাল্টা আক্রমণে ১০ মিনিটে মেমফিস ডিপাই-র গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডামফ্রিসের পাস থেকে গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড। এরপর দুই দলই সেইভাবে সুযোগ গড়ে তুলতে পারেনি। বিরতির আগে অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান ডালি ডালি ব্লিন্ড।
বিরতির পর আরও একটি ভালো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। তবে তা কাজে লাগাতে পারেননি টিম রিম। পুলিসিকের পাস থেকে ৭৬ মিনিটে ব্যবধান কমায় হাজি রাইট। ঠিক পাঁচ মিনিট পরেই স্কোরলাইন ৩-১ করেন ডামফ্রিস। আর এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় নেদারল্যান্ডসের। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট আদায় করে নিল ডাচরা। এই ম্যাচ জিতে টানা ১৯ ম্যাচে অপরাজিত রইল নেদারল্যান্ডস। গতবছর ইউরো কাপে শেষ ষোলোয় চেক রিপাবলিকের কাছে হারের পর তাদের জয়রথ অব্যাহত।