।। প্রথম কলকাতা ।।
Calcutta high Court on Netaji : ইতিহাসকে বিকৃত করে মিথ্যে তথ্য দিয়ে নেতাজিকে কেন্দ্রবিন্দু করে তৈরি করা হচ্ছে সিনেমা। প্রকাশ করা হচ্ছে বই। বর্তমানে ব্যবসার স্বার্থে ব্যবহার করা হচ্ছে নেতাজিকে। এমনই অভিযোগ তুলে কড়া পদক্ষেপের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু। এই মামলার শুনানি আগামী সপ্তাহে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী, নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু অভিযোগ তুলেছেন, সম্প্রতি নেতাজির সম্পর্কে ভুয়ো গল্প বানিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। যা মানুষকে বিভ্রান্ত করবে। এক্ষেত্রে সরকারের তরফ থেকেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কিছু মানুষ নিজেদের ইচ্ছেমতো গল্প সাজিয়ে সিনেমা তৈরি করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে চন্দ্র বসুর বক্তব্য, নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে দেশের বিভিন্ন স্তরে বহু তদন্ত হয়েছে। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য কেন্দ্র সরকার প্রকাশও করেছে।
সেই রকম আবহে ‘সন্ন্যাসী দেশনায়ক’ নামক সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন চন্দ্র বসু। ওই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা ভিক্টর ব্যানার্জিকে। পরিচালনার দায়িত্বে অম্লান কুসুম ঘোষ। এই ছবিটির মূল বিষয়বস্তু হল গুমনামি বাবাকে নিয়ে একদল ছাত্রের ডকুমেন্টারি। সেখানে দেখানো হয়েছে, ওই ছাত্রদলের ধারণা সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার জন্য এত আত্মত্যাগ করার পরে বাকি জীবন সাধুর ছদ্মবেশে কাটিয়েছিলেন। এই ধারণারই ঘোর বিরোধিতা করেছেন চন্দ্র বসু। যার কারণে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম