।। প্রথম কলকাতা ।।
Italian PM Meloni: ভারতের জি-২০ সম্মেলনের (G-20 Summit) মাঝে দিল্লিতে (Delhi) এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian PM Meloni)। রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইতালির প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল নরেন্দ্র মোদীর প্রশংসা। বিশ্বের যত নেতা রয়েছে তার মধ্যে সবথেকে প্রিয় নরেন্দ্র মোদী, এমনটাই জানিয়েছেন তিনি। ইতালি থেকে ভারতে শেষ প্রধানমন্ত্রী এসেছিলেন সেই ২০১৮ সালের অক্টোবরে। তারপর ৫ বছর পর এই প্রথম ইতালি থেকে ভারতে প্রথম দ্বিপাক্ষিক ভিআইপি সফর হল।
জি-২০ বৈঠকের মাঝে ইতালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনি ভারতে দুই দিনের সফরে নয়া দিল্লিতে এসেছেন। তিনি বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। বলেন প্রধানমন্ত্রী বিশ্বের সব নেতাদের মধ্যে সবথেকে প্রিয়। এটা সত্যিই প্রমাণ করেছে যে তিনি একজন বিশিষ্ট নেতা এবং সেই জন্য তাঁকে অভিনন্দন। এছাড়া তিনি গ্র্যান্ড অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি ইতালি এবং ভারত বন্ধুত্বের সাক্ষ্য, যে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করছে। দুই দেশই এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চায়।
ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে, ভারত প্রশান্ত মহাসাগর নিয়ে উদ্বেগ। তিনি জানান, ইতালি আন্তর্জাতিক ল্যান্ডস্কেপে বিশ্বাস করে, যা সার্বভৌমত্ব এবং সম্পূর্ণ অখণ্ডতার নিয়মের উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত। ভারত এবং ইতালি সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। প্রধানমন্ত্রী মেলোনির সাথে সাক্ষাৎ হওয়ার পর নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারত এবং ইতালির মধ্যে একটি স্টার্টআপ ব্রিজ গড়ে উঠবে। এছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যৌথ মহড়া ও প্রশিক্ষণ কোর্স করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করছে। পাশাপাশি এই উপলক্ষে দুই দেশ অংশীদারিত্বকে একটি কৌশলগত মর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এবং ইতালি চাইছে তাদের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হোক।
বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী দুই দিনের জন্য ভারত সফর এসেছেন। তিনি ভারতে থাকবেন ২ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত। মেলোনির সঙ্গে ভারতে এসেছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী আন্তনিয় তাজান। এছাড়াও জর্জিয়া মেলোনির সঙ্গে রয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধি দল। ২ মার্চ বিকেলে প্রধানমন্ত্রী মেলোনির ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর সঙ্গে দেখা করার কথা। আশা করা হচ্ছে, এই সফরের ফলে ভারত এবং ইতালির মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক আরো শক্তিশালী এবং গভীর হবে।
#WATCH | …(PM Modi) is the most loved one of all (leaders) around the world. This is really proven that he has been a major leader and congratulations for that: Italian PM Giorgia Meloni pic.twitter.com/DF2ohzicqu
— ANI (@ANI) March 2, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম