Weather update: দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করলো বর্ষা! তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ১০ জেলায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বর্তমানে উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে প্রবেশ করেছে বর্ষা। আংশিক প্রবেশ করেছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণের বাকি জেলা সহ বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার বাকি অংশে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। জানিয়েছে আবহাওয়া দফতর।

 

শনিবার সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কখনও রোদ আবার কখনও মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার বৃষ্টি, বাকি অংশে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে৷ ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷

 

অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে।  শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version