।। প্রথম কলকাতা ।।
Tollywood: সোহিনীতে বুঁদ হয়ে রয়েছেন শোভন। নিজেদের একান্ত যাপনের ছবি পোস্ট করতেই ধেয়ে এল তুমুল কটাক্ষ। বিয়ের মরশুমে হঠাৎ জঙ্গলের মাঝে কী করছেন শোভন-সোহিনী? কোথায় ঘুরতে গেলেন তারা? নেটিজেনদের প্রশ্নে জেরবার সোশ্যাল মিডিয়া। তারকা জুটি কি দিলেন ট্রোলিং-র জবাব?
শোভন-সোহিনীর প্রেমের চর্চা বহুদিনের। যদিও তারকা জুটি তাতে সিলমোহর দিয়েছেন এই কিছুদিন আগেই। প্রথমটা তো চলছিল নানা টালবাহানা। এ একবার ছবি পোস্ট করে মুছে দিচ্ছে তো সে আমার সম্পর্কের কথা হেসেই উড়িয়ে দিচ্ছে। কতই না জল হয়েছে গঙ্গা দিয়ে। তবে আপাতত সেসব অতীত। নেটিজেনদের নজর যে এড়ানো যাবেনা সেকথা ভালোই বুঝে গিয়েছেন এই তারকা জুটি। আর তাই বোধহয় রাখঢাকের পর্ব চুকিয়ে সবটাই অফিশিয়াল করে ফেলেছেন শোভন-সোহিনী। আর এখন তো শোনা যাচ্ছে, চলতি বছরই বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন তারা।
সে তো নাহয় হল, কিন্তু প্রশ্ন হচ্ছে বিয়ের মরশুমে জঙ্গলে কী করছেন তারা? তাও আবার এমন ব্যাজার মুখে। ভাবছেন, এ আবার কী বলছি আমরা? তবে সত্যিটা হল তারকা জুটির ভাইরাল ছবি দেখলে এই প্রশ্ন আসবে আপনার মনেও।
এমনিতে শোভন এবং সোহিনী দুজনেই যে বোহো অর্থাৎ ভবঘুরে সেটা তো সকলেই জানেন। তাদের হাবেভাবে এবং কাজে সবেতেই বোঝা যায় সেকথা। কাজের থেকে ছুটি পেলেই টুক করে ঘুরে আসেন কোনো না কোনো জায়গা থেকে! তবে এই প্যাচপ্যাচে গরমে একেবারে সোয়েটার মাফলার জড়িয়ে যে কেউ জঙ্গলে যাবে সেটা যেন কল্পনারও অতীত! তবে শোভন-সোহিনী তো এখানেই ইউনিক। যেটা আমার বা আপনার ভাবনার বাইরে সেটাই করে বসেন এই তারকা জুটি।
যদিও এই ছবিটি এখনকার নাকি পূর্বের তা বেশ স্পষ্ট নয়। তবে ছবি দেখে বোঝা যাচ্ছে, এটি শহর থেকে দূরে কোথাও তোলা ছবি। জঙ্গলের মধ্যে একে অপরের গা লেপ্টে বসে রয়েছেন দু’জন। শোভনের পরনে রয়েছে নীল রঙের সোয়েট টি-শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা। সামনে বসে সোহিনী। তার পরনে হলুদ প্যান্ট এবং গায়ে জড়ানো রয়েছে শাল। একহাত বালা আর নাকে নাকছাবি। আনমনে যেন কিছু একটা ভেবে চলেছেন তিনি। নায়িকা ঠিক কী ভাবছিলেন বলুন তো? কী মনে হয় আপনার?
যদিও এই ছবির মধ্যে নেটিজেনদের নজর আটকেছে শোভনের হাতে থাকা গ্লাসে। প্লাস্টিকের গ্লাসে স্বচ্ছ পানীয় দেখে অনেকেই মনে করছেন হয়ত ভদকা খাচ্ছেন গায়ক। সেটা দেখে অবশ্য ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। শোভন-সোহিনীকে নিয়ে ট্রোলিং যে বন্ধ হওয়ার নয়, তা প্রমাণ করে দিল এই পোস্ট। ছবি সামনে আসতেই ধেয়ে এল কটাক্ষ। এক ইউজার লিখলেন, ‘ভাই শোভন তুমি শেষ চার বছরে কত জনের সঙ্গে প্রেম করলে? আশা করি আগামী কয়েক বছরের মধ্যে হাফ সেঞ্চুরি করেই ফেলবে।’ তো আবার কেউ চরম অপমান করে লিখলেন, ‘দুটোই উচ্ছৃঙ্খল’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম