।। প্রথম কলকাতা ।।
Indian Coast Guard Recruitment: ফের প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এবার নিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত ইন্ডিয়ান কোস্ট গার্ডে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইন মাধ্যমে পদগুলির জন্য আবেদন করতে হবে। সারা ভারত জুড়ে এই আবেদন প্রক্রিয়া চলবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সময় নষ্ট না করে এখনই জেনে নিন কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, বয়সসীমা কত এবং কীভাবে আবেদন করতে হবে।
পদের নাম: জেনারেল ডিউটি
বয়স সীমা: কোন আবেদনকারীর জন্ম তারিখ যদি ১ জুলাই ১৯৯৮ থেকে ৩০ জুন ২০০২ এর মধ্যে হয় তাহলে তিনি আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুসারে এস সি, এস টি চাকরিপ্রার্থীদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ওবিসি চাকরি প্রার্থীদের জন্য তিন বছরের বয়সের ছাড় থাকছে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। তবে ম্যাথেমেটিক্স এবং ফিজিক্সে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এর পাশাপাশি যে কোন বিষয়ে ডিগ্রি কিংবা ডিপ্লোমায় উত্তীর্ণ হতে হবে ৬০ শতাংশ নম্বর নিয়ে।
মোট শূন্য পদ: ৪০ টি
অন্যান্য পদ: কমার্শিয়াল পাইলট লাইসেন্স SSA, ল এন্ট্রি, টেকনিক্যাল
বেতন: উপরিউক্ত সমস্ত পদগুলির জন্য চাকরিপ্রার্থীদের মাসে বেতন দেওয়া হবে ৭৮ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, প্রাইমারি সিলেকশন ক্যানডিডেট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফাইনাল সিলেকশন বোর্ড, মেডিকেল এক্সামিনেশন, ইন্ডাকশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
- www.joinindiacoastguard.cdac.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশনের পর আবেদনপত্রটি সব তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সঙ্গে স্ক্যান করে জুড়ে দিতে হবে। নির্দিষ্ট কাস্ট ফি দিয়ে সাবমিট করতে হবে আবেদন।
আবেদন ফি: ২৫০ টাকা
আবেদনের শেষ তারিখ: ০৯.০২.২০২৩
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম