।। প্রথম কলকাতা ।।
Mithun Chakraborty: প্রায় ৬ দশক পর বাংলা ছবিতে ফিরছে রবীন্দ্রনাথের ঠাকুরের (Rabindranath Tagore) অমর সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ছবিটির পরিচালনায় রয়েছেন সুমন ঘোষ। প্রায় ১১ বছর আগে মিঠুন চক্রবর্তীর পরিচালক সুমন ঘোষের সঙ্গে কাজ করেছিলেন। বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা চরিত্র। আজও সিনেমার পর্দায় সেই সাদা কালো ছবি দেখলে বাঙালি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে।
সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মিঠুন চক্রবর্তীর কাছে বেশ কয়েকটি বাংলা ছবির প্রস্তাব আসছে। কয়েকদিন আগেই ‘প্রজাপতি’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। কোন ছবিতে কাজ করবেন আর কোন ছবিতে কাজ করবেন না সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী ভালোভাবে চিত্রনাট্য দেখে নেন। যদি তা পছন্দ না হয় তাহলে তিনি কাজ করেন না। ‘কাবুলিওয়ালা’র চরিত্রে অভিনয় করা নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন মহাগুরু। যদিও তিনি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পর্দায় কাবুলিওয়ালা চরিত্রে মিঠুন চক্রবর্তীকে কেমন লাগে বা তাঁর অভিনয় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা।
অপরদিকে কাবুলিওয়ালা ছবিতে মিনি চরিত্রে কিংবা মিনির বাবা-মায়ের চরিত্রে কারা অভিনয় করছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকি এই ছবির শিরোনাম কি হবে, সেই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিষয়ে চলছে আলোচনা। কানাঘুষো শোনা যাচ্ছে, পরিচালক সমকালীন সময়ের প্রেক্ষাপটে এই গল্পকে সাজিয়েছেন। শুটিং হতে পারে কলকাতার পাশাপাশি লাদাখে। আফগানিস্তানেও শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রযোজনায় রয়েছে এসভিএফ। প্রায় এগারো বছর আগে ২০১২ সালে সুমন ঘোষের পরিচালনায় ‘নোবেল চোর’ ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। আবার এগারো বছর পর একই পরিচালকের সঙ্গে মহাগুরু জুটি বাঁধতে চলেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম