।। প্রথম কলকাতা ।।
PC Sorcar visits CGO: সল্টলেকের ইডি দপ্তরে সাতসকালেই হাজির জুনিয়ার পিসি সরকার। কিন্তু তিনি হটাৎ কেন এখানে ? সেই নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও, পরে সমস্ত বিষয়টা খোলসা হয়। জানা গেছে হাজিরা দেওয়ার জন্য তাকে প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল। সেই কারণেই আজ তিনি হাজিরা দিতে এসেছিলেন। অবশ্য তিনি একা নন তার সঙ্গে দেখা যায় তাঁর মেয়েকেও। সূত্রের খবর, একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে। সিবিআই এর আগে এই মামলাতেই তাঁর বাড়িতে তল্লাশি চালায়। ইডি সূত্রে খবর মিলেছে , এবার তাঁর বয়ান রেকর্ড করা হবে।
সিবিআ আগে থেকেই টাওয়ার গ্রুপ নিয়ে প্রথমে তদন্ত শুরু করেছিল। তল্লাশি তালানো হয়েছিল পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতে। পরে ওই একই মামলায় তদন্তভার নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি টাওয়ার গ্রুপের কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। এরপরই তলব করা হয় পিসি সরকারকে।
খবর মিলেছে, জাদুকর পি সি সরকার জুনিয়রের সঙ্গে কিছু ব্যবসায়িক চুক্তি ছিল টাওয়ার গ্রুপের। অভিযোগ ওঠে সেখানে আমানতকারীরা ঠিকমতো টাকা পাননি। এবং এই কারণেই কোনও বেআইনি লেনদেন হয়েছিল কি না, সিবিআই তার তদন্ত করেছিল। চিটফান্ড সংস্থার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছিলেন পি সি সরকার। কী কারণে এই টাকা নেওয়া হয়েছিল, সেটাই তদন্ত করে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম