।। প্রথম কলকাতা ।।
সেই যে কোজাগরী অভিমানে ঘর ছাড়লেন আর তাঁর খোঁজ নেই। আসমান ও তোতা তাঁকে খুঁজেই চলেছে। সেই খোঁজার মাঝেই তারা বাঁধা পড়ছে নতুন সম্পর্কে। কিন্তু, কোজাগরী! কোথায় গেলেন তিনি? আচ্ছা বলুন তো,কোজাগরী অপরাজিতা আঢ্য কি ছেড়ে দিয়েছেন জল থৈ থৈ ভালোবাসা?তাই কি তাঁকে আর দেখা যাচ্ছে না! তবে কি মূল অভিনেত্রী না থাকায় বন্ধ হতে চলেছে এই সিরিয়াল? আপনারা তো দেখেছেন, এর আগেও মাঝপথে সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন অন্য এক অভিনেত্রী। সে কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই সিরিয়াল। এই সিরিয়ালেও তেমনটি ঘটতে চলছে না তো?
টিআরপি তালিকায় খুব একটা বেশি চমক না দেখাতে পারেনি। এই মুহূর্তে অনেকেরই প্রিয় ধারাবাহিক স্টার জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’।ধারাবাহিকটির মূল আকর্ষণ প্রধান অভিনেত্রী অপরাজিতা আঢ্য ওরফে অপা। অথচ বেশ কয়েকদিন ধারাবাহিকে অপরাজিতাকে দেখা যাচ্ছে না। তাহলে কি মাঝপথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন অপরাজিতা? এ প্রশ্ন ভাবাচ্ছে অনেককেই। আপনি তো জানেনই, অপরাজিতার ছেলেমানুষি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা জল থৈ থৈ ভালোবাসা’র অন্যতম আকর্ষণ। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনে ফের দেখা গিয়েছে অপরাজিতাকে। এছাড়া এই প্রথমবার টেলিভিশনের জগতে পা রেখেছেন তোতা ওরফে অনুষা বিশ্বনাথন। মূলত মা এবং মেয়ের সম্পর্ক ঘিরেই তৈরি হয়েছিল এই সিরিয়ালটি।
ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে, আসমান তোতাকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরের দিন আবার ফিরিয়ে দেয় বাড়িতে। তাতে তোতাকে গ্রহণ করতে অস্বীকার করে তার শ্বশুরবাড়ি। ফলে তোতার বিয়ে ভেঙে যায়। বাড়ির প্রত্যেকে আসমানকে থানায় নিয়ে যায়। সেখানে অপরাজিতা এবং আসমান মুখোমুখি হয়। আসমানকে আগে থেকেই কোজাগরী চিনত। তাই তার দৃঢ় বিশ্বাস ছিল কোন কারণ ছাড়া এই কাজ করতে পারে না আসমান। তাকে কোনও শাস্তি না দিয়েই ছেড়ে দেয় সে। আসমানকে এইভাবে ছেড়ে দেওয়ার জন্য অপরাজিতাকে বাড়িতে চূড়ান্ত অপমান করা হয়।সবার কাছ থেকে লাঞ্ছিত হয়ে অপরাজিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। আর না ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
বাড়ি থেকে চলে যাওয়ার আগে কোজাগরী আসমানকে বলে ফের পড়াশোনা শুরু করতে।বর্তমানে আসমান এবং তোতা দুজনে মিলে কোজাগরীকে খোঁজাখুঁজি করছে। বাড়ির সকলেও ভীষণ চিন্তিত। আর এখানেই উঠেছে প্রশ্ন। আর কি ফিরবেন অপরাজিতা? বেশ কয়েকদিন কোন শিল্পীকে কোন সিরিয়ালে না দেখানো হলে মনে করা হয় তিনি সেই সিরিয়াল ছেড়ে চলে গেছেন।তাই এক্ষেত্রেও সেটাই মনে করা হচ্ছে। এর আগেও ‘মেয়েবেলা’ ধারাবাহিক মাঝপথে ছেড়ে রুপা গাঙ্গুলী বেরিয়ে গিয়েছিলেন। যার ফলে ‘মেয়েবেলা’ বন্ধ করে দিতে বাধ্য হন পরিচালক।
এক্ষেত্রেও কি তেমনি কিছু ঘটেছে? জানা গিয়েছে, অপরাজিতা আপাতত অন্য একটি কাজে ভীষণ ব্যস্ত। তাই ‘জল থৈ থৈ ভালোবাসা’ থেকে কিছুদিনের জন্য তিনি ছুটি নিয়েছেন। সেই কাজ মিটলেই তিনি আবার ফিরে আসবেন ধারাবাহিকে।এখন জল থৈ থৈ ভালোবাসার কোজাগরী কবে ফেরেন সেটাই দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম