।। প্রথম কলকাতা ।।
Narendra Modi: আজ, শুক্রবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে দুটি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra)। ট্রেনগুলির একটি মুম্বই থেকে শিরডি পর্যন্ত এবং অপরটি মুম্বই (Mumbai) থেকে সোলাপুর পর্যন্ত চলবে। মূলত আম জনতাকে উন্নত পরিবহণ ব্যবস্থার সুবিধা দিতে এই পদক্ষেপ নিয়েছেন নমো। এই নিয়ে মহারাষ্ট্র থেকে বন্দে ভারত ট্রেনের সংখ্যা হল ৩। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde), উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনটি সবাইকে সমস্তরকম সুবিধা দেবে। আজকের আধুনিক ভারতের একটি চমৎকার ছবি তুলে ধরবে। ‘এবিপি’তে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নমো বলেছেন, এই ট্রেন ভারতের গতি এবং স্কেল উভয়েরই প্রতিফলন। এখনও পর্যন্ত এই ধরনের ১০টি ট্রেন চালু হয়েছে এবং ১৭টি রাজ্যের ১০৮টি জেলা বন্দে ভারত এক্সপ্রেস দ্বারা সংযুক্ত হয়েছে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল।
তাঁর কথায়, এই ট্রেনের ফলে কলেজগামী, অফিসগামী মানুষ, কৃষকরা উপকৃত হবেন। আজ ভারতীয় রেলের জন্য এবং বিশেষ করে মহারাষ্ট্রের জন্য একটি বড় দিন। এই ট্রেন মহারাষ্ট্রের শিক্ষা হাব থেকে শুরু করে তীর্থস্থানকে এক সুতোয় বাঁধবে। যাতায়াতের জন্য ৫ থেকে ৬ ঘন্টার কাছাকাছি সময় লাগবে। রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর বক্তব্য, আজ দেশে আধুনিক ট্রেন চলছে, মেট্রো সম্প্রসারিত হচ্ছে, নতুন নতুন বিমানবন্দর ও বন্দর তৈরি হচ্ছে। ভারতের ইতিহাসে প্রথমবার পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকাঠামোতে বিনিয়োগ করা প্রতিটি রুপি নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করে। এখনকার মানুষ এলিভেটেড করিডোরের অপেক্ষায় ছিল। শীঘ্রই এই করিডোর দিয়ে দু’লাখেরও বেশি ট্রেন চলাচল করবে। এর ফলে মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।
পাশাপাশি বাজেটের উল্লেখ করে তিনি বলেছেন, এবারের বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দেওয়া হয়েছে। সবার উন্নয়নের বাজেট এটি। বিজেপি সরকার আগে ৫ লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে ছাড় দিয়েছিল, এখন তা বাড়িয়ে ৭ লাখ করা হয়েছে। আমাদের তরুণরা আরও বেশি বিনিয়োগ করতে পারবে। যে সরকার বা যাঁরা দরিদ্র ও মধ্যবিত্তের স্বার্থে কাজ করে, তাঁরাই এমন সিদ্ধান্ত নিতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম