।। প্রথম কলকাতা ।।
Indian Army: যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ! জিতবে কে? গোটা পৃথিবীর শক্তির উপর নজর রাখছে একটা ওয়েবসাইট, গ্লোবাল ফায়ার পাওয়ার। ওয়েবসাইটের রিপোর্ট কি বলছে জানেন? ভারত নাকি পাকিস্তান, কে বেশি শক্তিশালী? দুই দেশের যুদ্ধ বাঁধলে কে কাকে টেক্কা দেবে? দুনিয়ার সব থেকে শক্তিধর সেনা কার কাছে? এই রিপোর্ট দেখে চীনও খুশি নয়। বেজায় দুঃখ পাকিস্তানের।
গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৩ এর লিস্টের সবথেকে উপরে রয়েছে আমেরিকা। ২ এ রাশিয়া, ৩ এ চীন, ৪ এ ভারত। তবে ভারত শুধু চতুর্থ স্থানে নয়, বরং ভারতীয় সেনার শক্তি বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে চীনের দিকে। যুক্তরাজ্য আছে ৫ এ, দক্ষিণ কোরিয়া ছয়ে, পাকিস্তান সাতে, জাপান আটে, ফ্রান্স নয়ে এবং দশে ইতালি। এই তালিকা তৈরি করা হয়, প্রত্যেক দেশের সেনা, অস্ত্রের সংখ্যা , রণনীতি, আর্থিক স্থিতিশীলতা এবং সেনাদের সক্ষমতার উপর বিবেচনা করে। তালিকায় রয়েছে মোট ১৪৫ টি দেশ। যার ৪০ নম্বরে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ।
যদি সৈনিকের কথা বলা হয়, তাহলে ভারতের কাছে রয়েছে ১৪ লক্ষ ৫০ হাজার সৈন্য। যেখানে পাকিস্তানের কাছে রয়েছে মাত্র ৬ লক্ষ ৫৪ হাজার সৈন্য। চীনের আছে ২০ লক্ষ সৈন্য, যা ভারতের থেকে ৬ লক্ষ সেনা বেশি। অথচ ২০ লক্ষ সেনা থাকা সত্ত্বেও বারংবার সীমান্ত থেকে চীনা সৈন্যদের পিছু হটতে হয়েছে। হার মানতে হয়েছে ভারতীয় সেনাদের কাছে। ভারতের কাছে আছে ২২১০ টা এয়ারক্রাফট। পাকিস্তানের কাছে আছে তার অর্ধেক, ১৪১৩টা এয়ারক্রাফট। ফাইটার এয়ারক্রাফ্ট ভারতের আছে ৫৭৭ টা, পাকিস্তানের আছে ৩৬৩টা। ভারতীয় সেনাবাহিনীতে হেলিকপ্টার আছে ৮০৭ টা, পাকিস্তানের আছে মাত্র ৩২২ টা। ভারতের সেনাবাহিনীতে ট্যাংকের সংখ্যা ৪৬১৪, পাকিস্তানের কাছে আছে ৩৭৪২ টা। এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ভারতের কাছে আছে ২টো, কিন্তু পাকিস্তানের কাছে একটাও নেই। ভারতের সাবমেরিন আছে ১৮ টা, পাকিস্তানে তারও অর্ধেক, মাত্র ৯ টা। এই রিপোর্ট কিন্তু পাকিস্তানের কাছে কম দুঃখের নয়। তালিকাটা খেয়াল করে দেখুন, সামরিক শক্তির সব ক্ষেত্রেই পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে ভারত। পাকিস্তানের মাটিতে ঢুকে জইশ শিবির গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতাও রাখে ভারত। যেখানে পাকিস্তানে সেনা নিজেদের দেশের মধ্যে লড়াই করতে ব্যস্ত। হত্যা করছে নিজেদের দেশেদেরই মানুষ। অপরদিকে ভারত প্রায় সময় নতুন নতুন মিসাইল পরীক্ষা করছে। সেনারা অন্যান্য দেশের সেনাদের সঙ্গে যৌথ মহড়া করছে। হাতে তুলে নিচ্ছে খতরনাক সব হাতিয়ার। আজ ভারত ডিফেন্স সেক্টরে অন্যতম রপ্তানিকারক দেশ।
এই তো কয়েক মাস আগেই, ওয়াশিংটন দাবি করেছিল, যে কোনো সময়ে লেগে যেতে পারে ভারত বনাম পাকিস্তানের ভয়ানক যুদ্ধ। তার কড়া জবাব দিতে প্রস্তুত ভারতও। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের রিপোর্টের রীতিমত হইচই পড়ে যায়। একদিকে কাশ্মীরের অস্থিতিশীলতা, অপরদিকে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি বেশ স্পর্শকাতর। ভারত কিন্তু বসে নেই। সবটা নজর রাখছে। ভারত কখনই যুদ্ধ চায় না, তবে কেউ যদি বারবার যুদ্ধের উস্কানি দেয় তখন কিন্তু চুপ থাকবে না। সে চীন হোক বা পাকিস্তান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম