।। প্রথম কলকাতা ।।
Benaglai serial: বাস্তবে চুটিয়ে প্রেম করছেন জ্যাস-স্বয়ম্ভু। আর নাকি কোনও রাখ ঢাক নয়। জগদ্ধাত্রী ধারাবাহিকের মুখ্য দুই অভিনেতা, অভিনেত্রী অঙ্কিতা-সৌম্যদীপের সম্পর্ক নিয়ে কম গুজব রটেনি। স্বয়ম্ভু সৌম্যদীপের সঙ্গে প্রেমের জল্পনা বাড়িয়ে দিলেন জগদ্ধাত্রীর অঙ্কিতা। কেন দেখাব আপনাদের। অঙ্কিতা বলেই ফেললেন তুমি কি কিছু মনে করবে যদি আমি একটা চুমু খাই? কাকে উদ্দেশ্য করে এ কথা বললেন তিনি? কার প্রেমে পড়লেন তাহলে জগদ্ধাত্রী? নিশ্চয়ই স্বয়ম্ভু।
পর্দার প্রেম বাস্তবে গড়িয়েছে এ বিষয়টা আর নতুন কিছু নয়। সিরিয়াল সিনেমায় একসঙ্গে কাজ করার পর সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বহু তারকা। তাদের দলেই কি এবার পাকাপাকি লিখে ফেললেন নাম অঙ্কিতা-সৌম্যদীপ। টলিউডের মাঝে মাঝেই অভিনেতাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। কিছু কিছু সময় তা সত্যি হয়। আবার কখনো সবটাই রটনা হয়ে থেকে যায়। যদিও নায়ক-নায়িকারা কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্ক গুলোকে খোলসা করতে চান না। এক্ষেত্রেও কী তেমনটা ঘটেছে?
প্রেমের প্রসঙ্গ উঠলেই মুখে কুলুপ অঙ্কিতা ও সৌম্যদীপের। অঙ্কিতা ও সৌম্যদীপ হামেশাই সোশ্যাল মিডিয়ায় লাবিডাবি রিলস বানিয়ে পোস্ট করে থাকেন। তবে এসব কিছুর মাঝে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিকের একটি পোস্ট ফের উসকে দিল তাঁদের প্রেমের জল্পনাকে। কিভাবে দেখুন তাহলে। এবার জ্যাস লাস্যময়ী। পরে আছেন কালো ক্রপ টপ, আর চেক প্রিন্টের স্কার্ট। চুল ছাড়া বেশ লাজুক লাজুক মুখ। অঙ্কিতার হাতে থাকা দুটি প্লাকার্ড নজর কাড়ল বেশ। একটিতে লেখা আকাশে বাতাসে ভালোবাসা। আপনি কিসের খোঁজ করছেন।
https://www.instagram.com/p/C7ii-ZbPzPB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
অপরটিতে আরো সাংঘাতিক লেখা ছিল, সেখানে লেখা তুমি কি কিছু মনে করবে আমি যদি একটা চুমু খাই। ব্যাস তারপর আর কে দেখে। অনেকেই মন্তব্য করছেন এই প্ল্যাকার্ড গুলি একটু রহস্যময়। কেউ লিখেছেন কার সঙ্গে ডেট করছেন?
১৩ থেকে ৮৩ জগদ্ধাত্রী দেখার একটা ক্রেজ রয়েছে এখনো। তবে শুধু সিরিয়াল নয় অঙ্কিতা-সৌম্যদীপ জুটি দারুণ হিট। টলিপাড়ায় প্রথম থেকেই গুঞ্জন ছিল জগদ্ধাত্রী ধারাবাহিকের এই হিট জুটি নাকি বাস্তবেও প্রেম করছেন। টলিপাড়ার বিয়ের সানাই বেজেই চলেছে একের পর এক। এই আবহে নতুন করে গুঞ্জন সৌম্য ও অঙ্কিতার প্রেমের গল্প। সৌম্য অবশ্য একবার জানিয়েছিলেন তারা ভালো বন্ধু। কিন্তু অঙ্কিতা এই বিষয়ে চুপচাপ থাকেন। তবে এই দুটি কিছু শিকার না করলেও কথায় আছে যা রটে তা কিছু বটে
আপনাদের কি মত? সত্যিই কি তারা প্রেম করছেন? জানাতে পারেন কমেন্ট করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম