।। প্রথম কলকাতা ।।
সোশ্যাল মিডিয়ায় জগতে এখন সবার ফেভারিট Instagram Reels। ছবি-ভিডিওর মিশেলে এক দারুন উপস্থাপন। যা দেখতে দেখতে বোঝাই যায়না কখন সময় কেটে যায়। আর এই Reels এ যদি থাকে আপনার জীবনে কেটে যাওয়া একটা গোটা বছরের কিছু স্মরণীয় মুহূর্ত তাহলে তো কথাই নেই। ব্যবহারকারীদের সুবিধার্থে বছর শেষে এক নতুন ফিচার এনেছে Instagram।
যেখানে আপনাকে কিছু করতে হবে না Instagram নিজে থেকেই আপনার জন্য একটি পিকচার পারফেক্ট Reels বানিয়ে দেবে। তবে এর মানে এই নয়, এখানে আপনার কোনও নিয়ন্ত্রণ থাকবে না। এই Reels – এ পছন্দ অনুযায়ী ছবি সিলেক্ট করা যাবে, বাছা যাবে টেম্পলেট। কীভাবে করবেন জেনে নিন।
আরও পড়ুন : Netflix কিংবা Amazon Prime পাসওয়ার্ড শেয়ার করলেই হাজতবাস! এই দেশে চালু কড়া নিয়ম
Instagram Reels Recap 2022 তৈরি করার পদ্ধতি
1. অ্যাকাউন্টে লগ ইন করে প্রথমে Reel অপশনে ক্লিক করুন।
এখানে ‘Create Your 2022 Recap Reel’ নামে একটি অপশন দেখতে পাবেন।
2. এছাড়া টেমপ্লেট অপশনে ক্লিক করেও বিভিন্ন Recap 2022 Reel টেমপ্লেট বেছে নিতে পারেন।
3. এবার Use Template অপশনে ক্লিক করে নিজের পছন্দ অনুযায়ী টেমপ্লেট বেছে নিন।
4. এরপর Add Media অপশনে ক্লিক করে ছবি অথবা ক্লিপ বেছে নিতে পারবেন। মোট 10 টি ফাইল বাছা যাবে।
5. নিচে Edit অপশনে ট্যাপ করে অতিরিক্ত সাউন্ড এফেক্ট দিতে পারবেন, ভয়েস ওভার দিতে পারবেন, যে কোনও টেক্সট/ইমোজি যুক্ত করতে পারবেন পাশাপাশি উক্ত টেমপ্লেটের যে সাউন্ড রয়েছে তাও কমবেশি করতে পারেন।
6. Reel তৈরি হয়ে গেলে Instagram অ্যাকাউন্টে সেটি আপনার ফলওয়ার্সের সাথে শেয়ার করে নিতে পারবেন, চাইলে ফোনে সেভ করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যাবে।
আরও পড়ুন : Chat GPT: চ্যাট জিপিটি কী? কীভাবে কাজ করে? নতুন এআই নিয়ে চিন্তায় গুগল
যদিও, এটা প্রথম নয় গত গতবছরও পার্সোনালাইজ Reels তৈরি করার অপশন এনেছিল Instagram। তবে সেবারে 9 টি ফাইল যোগ করার সুযোগ ছিল। এই বছর 10 টি মিডিয়া ফাইল যোগ করার সুযোগ রয়েছে।
বলা বহুল্য, 2022 সালে কেটে যাওয়া আনন্দের ও স্মরণীয় মুহুর্তগুলো Reels আকারে মুঠোবন্দী করে রাখার সুযোগ দিচ্ছে Instagram। সোশ্যাল মিডিয়া যা দারুন সাড়া ফেলেছে। আপনিও যদি এমন কিছু করতে চান তাহলে অবশ্যই উপরোক্ত পদ্ধতিটি অনুসরণ করে এই Reels বানিয়ে ফেলতে পারেন।