।। প্রথম কলকাতা ।।
Cyclone remal: ঘূর্ণিঝড় রেমাল কেন বেছে বেছে কলকাতাকেই টার্গেট করছে? শনিবার থেকেই তাণ্ডব! আপনি কি এই এলাকায় থাকেন? তাহলে এখনই সাবধান হয়ে যান।
অবশেষে সত্যি হতে চলেছে সেই আশঙ্কা। ঘূর্ণিঝড় আমফানের মতো সোজা কলকাতা। শহরের ওপর দিয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় রেমালও! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? সুন্দরবনের একের পর এক আঘাত। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হলে কলকাতা বড় বিপদের মুখে। কী হতে চলেছে আগামী কদিন? একটু একটু করে শক্তি বাড়াবে
আমফানের মতই কি মারাত্মক হবে রেমাল?
শনিবার থেকেই কি তবে দুর্যোগ শুরু? বিভিন্ন ঘূর্ণিঝড় মডেলে দাবি করা হচ্ছে। রবিবার সন্ধ্যার পর ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে। কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় রেমাল নাকি সুন্দরবনে ল্যান্ডফল। করে কলকাতার ওপর দিয়ে তাণ্ডব চালাতে পারে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কী বলছে হাওয়া অফিস?
মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ শুক্রবারের পর উত্তর-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।
আবার এদিকে আলিপুর আবহাওয়া দফতর বলছে, গভীর নিম্নচাপের জেরে শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে
বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৫০ কিলোমিটার।
গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আম্ফানের পর সেই মে মাসেই চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। ঝড়ের নাম দিয়েছে ওমান। রেমাল শব্দের অর্থ বালি। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের৷ কবে হবে স্বস্তির বৃষ্টি তাঁর আশাতেই সকলে বসে থাকেন৷ তা বলে ঘূর্ণিঝড়! দুয়ারে বিপদ কড়া নাড়ার মতই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম