।। প্রথম কলকাতা ।।
Bengali serial: কেন এমন বললেন সৌমিতৃষা? কিসের দেরির কথা বললেন তিনি? প্রেম? নাকি বিয়ে? ইনস্ট্রা স্টোরিতে তিনি বোঝাতে চেয়েছেন, দেরি করলে অনেক কিছু ভালো হয়। কোন দেরির কথা বললেন অভিনেত্রী? এই কথা কী অন্য কাউকে উদ্দেশ্য করে? মিঠাই সেটেই কাছাকাছি আসা আদৃত কৌশাম্বির। তারপরই বিয়ে। সেই বিষয়েই কি ইঙ্গিত করলেন মিঠাই রানি? বোঝাতে চাইলেন আরও সময় নেওয়া উচিত ছিল উচ্ছেবাবুর?
বিয়ে হল আদৃত কৌশাম্বির। তা নিয়ে কত আলোচনা। না থেকেও আলোচনায় উপস্থিত সৌমিতৃষা। তবে সেসবে বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকলেন অভিনেত্রী।মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর দেবের নায়িকা হয়ে প্রধান সিনেমায় কাজ করে ফেলেছেন সৌমিতৃষা কুণ্ডু। এবার মুক্তির অপেক্ষায় তাঁর দ্বিতীয় সিনেমা। যেখানে তিনি সৌরভ দাসের বিপরীতে। সিনেমার নাম ১০ই জুন। বেশিরভাগ শ্যুটিংই শেষ। তবে কাজে যতই ব্যস্ত থাকুন না কেন সৌমিতৃষা, সোশ্যাল মিডিয়াতেও থাকেন ততটাই অ্যাক্টিভ।
এবার হাতা কাটা হলুদ লং ড্রেসে একটি ছবি শেয়ার করলেন সৌমিতৃষা। খোলা চুল। চোখে আইলাইনার-কাজল। ঠোঁটে লিপস্টিক। বেশ মিষ্টি দেখতে লাগছে মিঠাই রানিকে। এই ফোটোখানা ইনস্টা স্টোরিতে শেয়ার করলেন সৌমি। সঙ্গে লিখলেন, ‘লোকে বলে ভালো জিনিস হতে সময় লাগে এই কারণেই আমি সবসময় দেরি করি’। তাঁর এই পোস্ট ভাবাচ্ছে নেটিজেনদের।
দর্শকদের মধ্যে সৌমিতৃষার জনপ্রিয়তা এখনও তুঙ্গে। অভিনেত্রীর ফ্যানবেস লজ্জায় ফেলে দিতে পারে, যে কোনও প্রথমসারির নায়িকাকে। মিঠাই চলাকালীন সৌমিতৃষার এক ঝলক পেতে, সেটে হাজির থাকত বহু ভক্ত। আর শুধু দেখা করতেই আসত না, তারা নিয়ে আসত নানা উপহারও। তাতে যেমন থাকত সৌমিতৃষার পছন্দের খাবার, নতুন পোশাক, তেমনই থাকতো সোনার গয়নাও। এভাবেই অনুরাগীরা ভালোবাসায় মুড়ে রাখেন সৌমিতৃষাকে। এমনকী, এখনও সৌমিতৃষার জন্মদিন বা কোনও নতুন প্রোজেক্ট শুরু হলে, তাঁর ভক্তরা পুজো দেন মন্দিরে। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে থাকা ফ্যানপেজগুলি সেসব শেয়ারও করে নেয়। বিগত কয়েকদিনে বারংবার চর্চায় এসেছেন সৌমিতৃষা।যার কারণ তাঁর মিঠাই নায়ক আদৃত রায়ের বিয়ে।
এই ধারাবাহিকে দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই মনে ধরেছিল দর্শকদের, যে বহু দর্শকের ধারণা হয়েছিল দুজন প্রেম করেন বাস্তবেও। তবে তা হয়নি! এই ধারাবাহিকেরই সহ-অভিনেত্রী কৌশাম্বিকে মন দিয়ে ফেলেন আদৃত। আর ৯ মে ছিল তাঁদের বিয়ে। গোটা মিঠাই টিম হাজির হলেও, আসেননি সৌমিতৃষা। যা নিয়ে ফের একবার বিতর্ক হয়।কারও কারও দাবি, আদৃত আর কৌশাম্বি নাকি ব্যক্তিগতভাবে আমন্ত্রণই করেননি তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন সৌমিতৃষা। আদৃতের সঙ্গে কোনওরকম সমস্যার কথা উড়িয়ে দেন তিনি। জানান, ‘আদৃতের সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি কখনও।
মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।’ তবে কৌশাম্বিকে নিয়ে একটা শব্দও খরচ করেননি অভিনেত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম