।। প্রথম কলকাতা ।।
Pearl Farming: সমুদ্র নয়, পুকুর নয় মুক্তো চাষ করুন আপনার বাড়ির ছাদে।বাংলাদেশের (Bangladesh) আব্দুল কামাল করে দিয়েছেন।মাস গেলে পকেটে আসতে পারে কয়েক লক্ষ টাকা। ঝিনুক চাষে (Pearl Farming) আপনাকে দিতে হবে না বাড়তি সময়। কীভাবে চাষ করবেন? মুক্তো ফলবে আপনার বাড়িতে তবে তার আগে এই চাষের পদ্ধতি জেনে নিন।
ছাদের উপর জল থইথই তার মধ্যে ঘুরছে বড় বড় মাছ (Fish)।জলের মধ্যেই বসানো কতগুলো বাস্কেট তাতেই নানা রকমের ঝিনুক (Oysters) রয়েছে। তবে গোটা ছাদ জুড়ে নয়। একটা কোণায় ঝিনুক চাষের পুকুর বানিয়েছেন আব্দুল।
যশোরের (Jessore) একতাপুরের আব্দুল রহমানের বাড়ির ছাদে মুক্তোর ছড়াছড়ি।সেই ছাদের পুকুরে হাঁটুর নীচে পর্যন্ত জল।বাস্কেটে বাস্কেটে নানা প্রজাতির মুক্তো (pearl) চাষ করেন আব্দুল।নানা নকশার মুক্তো তৈরি হতে কম করে সময় লাগে এক বছর ,যাকে বলে ইমেজ মুক্তো।সেই মুক্তো দিয়েই গলার হার (pearl necklace) বানিয়ে বিক্রি করেন আব্দুল। আমজনতা থেকে দেশের ধনী ব্যক্তিরা মুক্তো পরেন না এমন মানুষ কমই আছেন।তাই এই ব্যবসাতে লাভও হয় বেশ ভালোই।ভালো মানের ও ডিজাইনার মুক্তা ১০ হাজার টাকাতেও পাওয়া যায়।তাহলে ভাবুন একটা মুক্তোর দাম যদি ১ হাজারও হয় তাহলে ১০০ টি মুক্তো থেকে মাসে এক লক্ষ টাকা রোজগার করতে পারেন।
শুধু বাংলাদেশ নয় ভিনদেশ থেকেও দামী ঝিনুক নিয়ে এসে আব্দুল।চাষ করছেন নিজের বাড়ির ছাদে।
আপনি জলের মধ্যে ঝিনক ছেড়ে দিলেই হবে না। কিছু বিষয় নজরে রাখতে হবে।ঝিনুকের পেটে মুক্তা জন্মায়
তবে সব ঝিনুকে মুক্তো থাকে না।মাসেল্ শ্রেণির ঝিনুকের পেটে মুক্তো হয়।ছাদে চাষ করতে চাইলে চৌবাচ্চার আয়তন ছোট হওয়া দরকার।ঠিক যেমন আব্দুল ছাদকে দুভাগ করে নিয়ে চাষ করছেন। সেই সঙ্গে জলের তাপমাত্রা কম হতে হবে। জল (water) কমপক্ষে ছয় মাসের পুরনো হতে হবে।শ্যাওলা জমতে দিন ।সেই জলের শ্যাওলা থেকেই খাবার জোগায় ঝিনুকরা।আস্তে আস্তে জলের মধ্যে চলাচলও করে।শীতকালে জল কম রাখতে হয়। গরম (summer) আসলেই জলের পরিমাণ বাড়াতে হবে অনেকটা।
তবে মনে রাখবেন বেশি রোদে রাখা যাবে না ঝিনুকগুলোকে। তাই ছাদের উপর মশারি দিয়ে জাল বানিয়ে দিয়েছেন আব্দুল।তাতে যেমন জলে নোংরাও পরে না তেমনই রোদ সরাসরি জলে পরতে পারে না।
মুক্তো চাষ করে লাখোপতি হওয়ার স্বপ্ন দেখছেন? স্বপ্ন সত্যি হতেই পারে । যদি আব্দুলের দেখানো পথে চলতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম