।। প্রথম কলকাতা ।।
Raj Chakraborty: হাসপাতালে ভর্তি পরিচালক রাজ চক্রবর্তী। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কী হয়েছে তাঁর? খোঁজ নিয়ে জানা গেল, রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন রাজ। আর সেখানেই তাঁর ইউরিন ইনফেকশন ধরা পড়ে তাঁর । তাই চিকিৎসকরা তাঁকে আজকের দিনটা হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যাবতীয় টেস্ট করা হবে আজই। সব রিপোর্ট সঠিক থাকলে বুধবারই ছেড়ে দেওয়া হবে পরিচালক রাজ চক্রবর্তীকে।রাজের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগী ও ভক্তরা। দ্রুত সুস্থতা কামনা করছে পরিচালকের।
রাজ চক্রবর্তী শুধু গ্ল্যামার দুনিয়ার একজন স্টার নন, রাজনৈতিকবিদও বটে। তাই তাঁর অসুস্থতার খবরে বিনোদন মহল থেকে রাজনৈতিক মহল সর্বত্রই একেবারে তোলপাড়। প্রসঙ্গত, ওটিটি-র দুনিয়ায় পা রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী। পর্দায় ফিরছেন ‘প্রলয়’ নিয়ে। সিরিজের আকারে আসছে ‘আবার প্রলয়’। বড় পর্দা নয়, সরাসরি ওটিটি প্ল্য়াটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া এবং সায়নী ঘোষ প্রমুখ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’ সিনেমা । দশ বছর পর আসছে ‘প্রলয়’-এর সিক্যুয়েল । সূত্র মারফত খবর , সুন্দরবনের নারী পাচার থেকে যাবতীয় দুর্নীতি দেখানো হবে এই সিরিজে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম