।। প্রথম কলকাতা ।।
পোল্যান্ডের বিরুদ্ধে মেক্সিকোকে বাঁচিয়ে দিল সেই ‘বুড়ো ওচোয়া’। যদিও বুড়ো কথাটা ওচোয়ার সঙ্গে চলে না। বিগত কয়েক বছর ধরে মেক্সিকোর দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন গুইলারমো ওচোয়া। তাঁকে টপকে গোল করা সত্যিই দুঃসহ ব্যাপার। যদিও তিনি বিশ্ব ফুটবলে খুব বেশি চর্চায় থাকেন না। তবে প্রতি চার বছর অন্তর প্রচারের আলোয় আসেন। মেক্সিকোর ম্যাচ মানেই ওচোয়া। যেন বিশ্বকাপের মঞ্চ রাঙানোয় তাঁর একমাত্র অভিপ্রায়।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে প্রচারের আলোয় আসেন মেক্সিকোর এই গোলরক্ষক। আগের দুটি বিশ্বকাপে দলে থাকলেও সুযোগ পাননি প্রথম একাদশে। সেবার ঘরের মাঠে ব্রাজিলকে আটকে দিয়েছিলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত সেভ করেছিলেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। বিশ্বকাপের অভিযানেই পোল্যান্ডের বিরুদ্ধে মেক্সিকোর হার বাঁচিয়ে দিলেন তিনি। ফিরিয়ে দিয়েছেন বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কির ‘লেভার পেনাল্টি’। বার্সেলোনা স্ট্রাইকারকে খলনায়ক বানিয়ে গোল শূন্য সমতায় ম্যাচ শেষ করে হয়েছেন ম্যাচের নায়ক।
সত্যিই এমন ভাবে লেওয়ানডোস্কির পেনাল্টি আটকে দিলেন যেন মনে হলো ওচোয়া আগে থেকেই জানতেন পোলিশ তারকা কোনদিকে শট নেবেন। তবে এইসবই সম্ভব হয়েছে প্রাকটিসের ফল। যে কথা ম্যাচ শেষে স্বীকারও করে নিয়েছেন ওচোয়া। তিনি বলেন ‘লেওয়ানডোস্কির পেনাল্টি আটকাতে পেরে খুশি’। বড় মঞ্চে বারবারই জ্বলে ওঠার রেকর্ড আগেও দেখেছে বিশ্ব ফুটবল। তবে পোল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশটি। বল দখল ও আক্রমণে টেক্কা দিয়েছেন লেওয়ানডোস্কিদের। আগামী ২৭ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে ওচোয়াদের জন্য।