।। প্রথম কলকাতা ।।
Avatar The Way Of Water: বিশ্বব্যাপী আগামী ১৬ই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অবতারের সিক্যুয়াল ‘দ্য ওয়ে অফ ওয়াটার’। ইতিমধ্যেই বিভিন্ন ভাষায় এই ছবির ট্রেলার রিলিজ হয়েছে। ‘দ্য ওয়ে অফ ওয়াটারের’ জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্যে আরও একটি সুখবর অপেক্ষা করছে । বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চিনেও এবার বড় পর্দায় আসতে চলেছে অবতার দ্য ওয়ে অফ ওয়াটার। অন্যান্য দেশের সাথে ১৬ই ডিসেম্বর চীনেও এই ছবিটি রিলিজ করবে।
জেমস ক্যামেরনের এই ছবিটি যাতে চিনের বাজারেও রিলিজ করা যায় তার জন্য বিগত কিছুদিন ধরেই পর্যবেক্ষণ চলছিল। অবশেষে এই ছবিটি সেখানে রিলিজ করার অনুমতি পাওয়া গিয়েছে। গত এক দশক ধরে ডিজনির সবথেকে লাভজনক ফিল্ম স্টুডিও মার্বেল স্টুডিওস দ্বারা শেষ যে সাতটি সুপারহিরো ফিল্ম তৈরি করা হয়েছিল, সেগুলির মধ্যে একটিও চিনের বাজারে মুক্তির তারিখ পায়নি। কিন্তু অবতার দ্য ওয়ে অফ ওয়াটার চিনে মুক্তি পাওয়ার বিষয়টি ডিজনি সহ জেমস ক্যামেরন এবং সিনেমা জগতের জন্য এক বিরাট চমৎকার বলেই মনে করছেন মিডিয়া বিশ্লেষক পল ডার্গানবেডিয়ান।
২০০৯ সালের ১৮ই ডিসেম্বর ‘টাইটানিক’ খ্যাত পরিচালক জেমস ক্যামেরনের ছবি ‘অবতার’ মুক্তি পেয়েছিল। এই ছবি সিনেমা জগতের আলোড়ন সৃষ্টি করেছিল। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবির গল্প এবং থ্রিডি এফেক্ট সবকিছুই এখনও পর্যন্ত সর্বকালের সেরা বলেই মনে করা হয়। কিন্তু অবতার রিলিজ হওয়ার পর প্রায় ১৩টি বছর কেটে গিয়েছে। এর মাঝে কোন রকম সিক্যুয়াল মুক্তি পায়নি । অবশেষে ২০২২ সালের ১৬ ডিসেম্বর বড় পর্দায় ফিরতে চলেছে অবতারের সিক্যুয়াল ‘ দ্য ওয়ে অফ ওয়াটার’। ভারতেও এই ছবি মুক্তি পাচ্ছে হিন্দি সহ একাধিক দক্ষিণী ভাষাতে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম