।। প্রথম কলকাতা ।।
Mole Removal Tips: মুখে সামান্য ব্রণ দেখা দিলেই বিরক্তি ভাব কাজ করে। যদিও ব্রণ ক্ষণস্থায়ী কিন্তু তারপরেও চিন্তার বড় একটা কারণ হয়ে দাঁড়ায় এই ব্রণ। আর সেই জায়গায় যদি মুখে অতিরিক্ত পরিমাণে তেল বা আঁচিল থাকে তা অবশ্যই অস্বস্তি বোধ করায় যে কোন মানুষকে। মুখের মধ্যে একটি কিংবা দুটি অথবা তিনটি তিলও মেনে নেওয়া যায়। কিন্তু তার থেকে বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে ছোট ছোট তিল মুখে থাকলে তা দেখতে অত্যন্ত খারাপ লাগে।
অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় তিল আঁচিল আমরা সকলেই সরিয়ে ফেলতে চাই। তবে এটা এতটা সহজ হয় না। আপনার মুখের সৌন্দর্য কমিয়ে ফেলছে যে তিল- আঁচিল গুলি তাদেরকে অপসারণ করার পদ্ধতি রয়েছে। ঘরে বসেই এই কাজটিই করতে পারবেন আপনি। উপকরণ বলতে প্রয়োজন কিছু ঘরোয়া জিনিস যা প্রতিনিয়ত করতে পারলে আপনার মুখে গজিয়ে ওঠা অনিমন্ত্রিত অতিরিক্ত তিল বা আঁচিলকে নির্মূল করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া টোটকা।
- আপনার মুখের যে অংশে তিল কিংবা আঁচিল রয়েছে সেখানে অ্যাপেল সিডার ভিনেগার লাগিয়ে নিন। একটা তুলো নিন। আর তার মধ্যে অল্প করে আপেল সিডার ভিনেগার ঢেলে আঁচিলের উপর লাগিয়ে ঘন্টাখানেক মত রেখে দিন। প্রতিদিন ২-৩ বার এই পদ্ধতি যদি অনুসরণ করতে পারেন তবে খুব তাড়াতাড়ি আপনার মুখ থেকে অপ্রয়োজনীয় তিল এবং আঁচিল বিদায় নেবে।
- আলু প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই আলুকে কাজে লাগান আঁচিল বা তিল দূর করার জন্য। একটা গোটা আলুকে কেটে দু টুকরো করুন। আর তারপর মিনিট পাঁচেক ধরে তিল বা আঁচিলের ওই অংশে ঘষতে থাকুন। যদি সরাসরি মুখে আলু না ঘষতে ইচ্ছুক হন তবে একটা সুতির কাপড়ের মধ্যে ওই আলুটি রেখে যেখানে তিল বা আঁচিল রয়েছে সেখানে চেপে ধরতে পারেন। দিনে অন্ততপক্ষে দুবার করতে থাকুন এই কাজটি। ধীরে ধীরে রেজাল্ট দেখতে পাবেন নিজের চোখেই।
- অ্যালোভেরা জেল ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। আর এই জেলকে ব্যবহার করা হয় তিল বা আঁচিল দূর করার জন্য। মুখের যে অংশে তিল বা আঁচিল রয়েছে অ্যআলোভেরা জেল লাগিয়ে নিন। আর তার উপর একটি সুতির কাপড় ঢেকে দিন। শুকিয়ে গেলে ধীরে ধীরে সেটিকে টেনে তুলে দিন দিনে দুবার এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন দুই সপ্তাহের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন নজরে আসবে আপনার।
- রসুনের কয়েকটি কোয়া নিয়ে ভালোভাবে পেস্ট করুন। আর তারপর তেল বা আঁচিলের উপর সেই পেস্টটি লাগিয়ে রাখুন। সারারাত যদি লাগিয়ে রাখতে পারেন তা অত্যন্ত উপকারী । সকালে ধুয়ে ফেলুন। এইভাবে পরপর তিন চার সপ্তাহ যদি করে যেতে পারেন তবে অবশ্যই ফল মিলবে।
- কলা খাওয়ার পর খোসাটা ফেলে দেবেন না, কাজে লাগান। খোসার ভেতরের দিকে যে অংশটি রয়েছে সেটা তিল বা আঁচিলের উপরে ঘষুন প্রতিদিন অন্ততপক্ষে দুবার করে। আর কলার খোসার পেস্ট বানিয়ে সারারাত আঁচিলের উপর লাগিয়ে রেখে দিন। কয়েক সপ্তাহ টানা এটি করতে থাকলে দেখতে পাবেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আপনার আঁচিল এবং তিল।
এই প্রতিবেদনে যে পদ্ধতি বা বিধি গুলি সম্পর্কে জানানো হয়েছে তা শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য। প্রথম কলকাতা এই তথ্যগুলি নিশ্চিত করে না মুখের মধ্যে থাকা তিল কিংবা আঁচিল অপসারণের জন্য নির্দিষ্ট চিকিৎসা, ঔষধ এবং ডাক্তারি পরামর্শও অত্যন্ত জরুরি। ঘরোয়া টোটকা কাজে লাগানোর পাশাপাশি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম