।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বিগত বেশি কিছুদিন ধরে একের পর এক অভিযোগ উঠে আসছে বারবার কোন না কোন কারনে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visvabharati University)। যার কারণে রীতিমতো ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অন্যান্য অসুবিধাকে কেন্দ্র করে বিশ্বভারতীতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই মতো পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এবং এক অধ্যাপকের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বোলপুরের রাঙাবিতানে যেখানে মুখ্যমন্ত্রী এদিন থাকবেন সেখানেই বিশ্বভারতীর প্রায় ১৩ জন পড়ুয়া এবং একজন অধ্যাপক দেখা করতে আসেন।
তাদের সঙ্গে ছিলেন প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন, “কেউ যদি মনে করেন ক্ষমতার জোরে ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকদের গৈরিকীকরণের জন্য বুলডোজ করবেন, তাহলে একটা লোকও যদি ওদের সঙ্গে না থাকে মনে রাখবেন আমি ওদের সঙ্গে আছি”। এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বভারতীর একাধিক বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁর কথায়, পড়ুয়া এবং অধ্যাপকদের কাছ থেকে একগুচ্ছ অভিযোগ উঠে এসেছে। রীতিমতো বিশ্বভারতীতে চলছে জোরজুলুম।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। আন্দোলনই আমার অভিমুখ। পড়ুয়াদের সাথে কথা বলে যা মনে হচ্ছে কারও কারও হৃদয়টাই হয়তো নেই। ছাত্র-ছাত্রীদেরকে সাসপেন্ড করা হচ্ছে, অধ্যাপকদের বরখাস্ত করা হচ্ছে, টার্মিনেট করা হচ্ছে । কর্মচারীদের উপর জুলুম চলছে। সকলেরই বিশ্বভারতীকে বাঁচানোর দায়িত্ব”। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, বিশ্বভারতীকে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান জানানো হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে বিশ্বভারতীর ক্রমশ নিজের গরিমা হারাচ্ছে। এইগুলি একেবারেই কাম্য নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এক পড়ুয়া মুখমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে জানান, উপাচার্যের বিরুদ্ধে মুখোমন্ত্রীর কাছে কোন রকম নালিশ জানানো হয়নি। বরং বিশ্বভারতীর বর্তমান যে পরিস্থিতি তা তুলে ধরা হয়েছে। পড়ুয়াদের সকল সমস্যার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীও বিষয়টি অবশ্যই দেখবেন এমনটাই জানিয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম