।। প্রথম কলকাতা ।।
শেষ ষোলোর মঞ্চে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বৃহস্পতিবার কোচ লুইস এনরিককে বরখাস্ত করল স্পেন। দ্রুত তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে অনূর্ধ্ব ২১ দলের কোচ বস লুইস দে লা ফুয়েন্তে। কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে স্পেন কাতারে তাদের অভিযান শুরু করে এবং জাপানের কাছে ২-১ গোলে পরাজিত হলেও নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মরক্কোর বিপক্ষে তাদের শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী ফেভারিট হিসেবে শুরু করলেও অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য শেষ হওয়ার পর পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয় ২০১০ চ্যাম্পিয়নদের।
স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, “প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস এবং স্পোর্টিং ডিরেক্টর হোসে ফ্রান্সিসকো মোলিনা দুজনেই কোচকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।” জানানো হয়েছে যে তারা লুইস এনরিক এবং তার কর্মীদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একটি “নতুন প্রকল্প” শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরেই ফেডারেশন ঘোষণা করে যে গত বছরের অলিম্পিকে স্পেনের পুরুষদের দলকে রৌপ্য পদক জেতানো দে লা ফুয়েন্তে স্পেনের কোচ হচ্ছেন। মঙ্গলবার মরক্কোর কাছে হারের পর কোচ হিসেবে থাকতে চান বলে জানিয়েছিলেন লুইস এনরিক।
লুইস এনরিক বলেন, “যদি এটা আমার উপর নির্ভর করে আমি সারাজীবন থাকতাম, কিন্তু ব্যাপারটা এমন নয়। আমাকে শান্তভাবে ভাবতে হবে যে আমার জন্য এবং জাতীয় দলের জন্য সেরাটা কী।” রাশিয়া বিশ্বকাপে স্পেনের হতাশাজনক প্রদর্শনের পর ২০১৮ সালে লুইস এনরিক দায়িত্ব নেন এবং লা রোজাকে ইউরো ২০২০-এর সেমিফাইনালে নিয়ে যান। যেখানে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হয় স্পেন।
আরএফইএফ লুইস এনরিকের স্থলাভিষিক্ত হিসেবে দে লা ফুয়েন্তেকে ঘোষণা করেছে এবং ফেডারেশনের পরিচালনা পর্ষদ পরের সপ্তাহে তার নিয়োগ অনুমোদন করবে। আরএফইএফ এক বিবৃতিতে জানিয়েছে, “নতুন কোচ মার্চে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অভিষেক করবেন। নরওয়ে এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম খেলার দায়িত্ব নেবেন। গত বছর দে লা ফুয়েন্তে লিথুয়ানিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে স্পেন জাতীয় দলের কোচ ছিলেন।