।। প্রথম কলকাতা ।।
Tips For Celebrating New Year: ২০২২ সাল শেষ হয়ে ২০২৩ সাল শুরুর মাঝে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে একেক জন একেক রকমের পরিকল্পনা তৈরি করে নিয়েছেন। কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে থার্টিফার্স্ট ডিসেম্বর (31st December) দারুন হৈ-হুল্লোড় করে কাটাবেন বলে ঠিক করেছেন। আবার কেউ পরিবার-পরিজন এবং কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া পরিবেশে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে রয়েছেন। যারা বাড়িতে থেকে নিজেদের মতো করে নিউ ইয়ার সেলিব্রেশন (New Year Celebration) করার জন্য মতিস্থির করেছেন তাদের ক্ষেত্রে তেমন সমস্যা নেই। কিন্তু যারা ৩১ ডিসেম্বর রাতে বাড়ির বাইরে থেকে বহু সংখ্যক মানুষের সঙ্গে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাইছেন তাদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।
আনন্দ উৎসবের আবহ যেন আপনার জন্য কোনমতেই নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও এমন কোন কাজ করা থেকে নিজেকে দূরে রাখবেন যা আপনার এবং আপনার আশেপাশের মানুষদের জন্য হানিকারক হতে পারে। বাইরের দেশগুলির মত বর্তমানে ভারতেও বিভিন্ন রাজ্যে বর্ষবরণকে কেন্দ্র করে দারুন উন্মাদনা লক্ষ্য করা যায়। ৩১ ডিসেম্বর প্রায় সারা রাত বিভিন্ন জায়গায় চলে নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি। আর সেই সমস্ত পার্টিতে অংশ নেন মূলত যুবক-যুবতীরাই। এই নিউ ইয়ার সেলিব্রেশনের আনন্দে তাঁরা মত্ত হয়ে গিয়ে অনেক সময় অঘটন ঘটিয়ে বসেন। তাই তাঁরা এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখুন।
১. প্রথমত নিউ ইয়ার ইভ (New Year Eve) এবং নিউ ইয়ারের প্রথম দিনে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর আনন্দে একেবারে অতিরিক্ত মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার করবেন না।
২. মত্ত (Drunk) অবস্থায় কোনমতেই গাড়ি নিজে চালানোর চেষ্টা করবেন না।
৩. নিজের ফোন সবসময় ফুল চার্জ (Charged your Phone) করে রাখার চেষ্টা করুন। যেকোনো সময় যে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ফোন কাছাকাছি থাকা খুব প্রয়োজন।
৪. আপনি বর্ষবরণের উৎসবে ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু আপনার পরিবার সেই সম্পর্কে কিছুই জানতে পারছে না। এইরকম অবস্থা পরিবারের সদস্যদের জন্য উদ্বেগ সৃষ্টি করতে পারে । তাই আপনি যেখানেই থাকুন না কেন অন্ততপক্ষে তাদের জানিয়ে রাখুন।
৫. ১৮ বছরের কম বয়সীদের মাদকদ্রব্য (Alcohol) সেবনে বাধা দিন।
৬. উৎসবের মরশুমে রাস্তায় চোর ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পায়। তাই এই সময় দলবদ্ধভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের চেষ্টা করুন। আর আপনি যদি কোথাও ঘুরতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কোন দলের সঙ্গে যাওয়াই শ্রেয়।
৭. বর্ষবরণের রাতে এমন কিছু খাবার দাবার খেয়ে বসবেন না যা আপনার শরীরে সইবে না। তাতে হিতে বিপরীত হতে পারে।
সর্বোপরি নতুন বছর নিয়ে প্রত্যেকেরই নতুন নতুন কিছু প্ল্যান থাকে । সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে গিয়ে হতাহিত জ্ঞানশূন্য হয়ে গেলে কিন্তু চলবে না। উৎসবকে উৎসবের মতো করেই পালন করতে হবে । তার জন্য নিজেও সতর্ক থাকতে হবে এবং নিজের সঙ্গে থাকা অন্যান্যদেরকেও সচেতন রাখতে হবে। বর্ষবরণের রাতে কোন রকম সমস্যায় পড়লে অবশ্যই পুলিশি সহায়তা নেওয়ার চেষ্টা করুন। ভালোভাবে কোন উৎসব উদযাপন করার জন্য সবার প্রথম নিরাপদে থাকা অত্যন্ত জরুরী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম