।। প্রথম কলকাতা ।।
বেজে গেছে কাতার বিশ্বকাপের (Qatar World Cup) দামামা। বিশ্ব লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে দলগুলি। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রতি চারবছর অন্তর এই মহাটুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকে আপামর ফুটবলপ্রেমী মানুষজন। যে ট্রফির জন্য ৩২টা দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে, জানেন এই ট্রফির ইতিহাস? বিস্তারিত তথ্য পাবেন এই প্রতিবেদনে
১৯৩০ সাল থেকে প্রতি চার বছর অন্তর ফুটবলের সবথেকে বড় এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল উরুগুয়ে। সেইবার আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। তবে উল্লেখযোগ্য বিষয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে ফুটবল বিশ্বকাপ স্থগিত করা হয়। আগামী কাতার বিশ্বকাপ ইতিহাসে ২২তম সংস্করণ হতে চলেছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও ইতালি। দুইবার বিশ্বকাপ ট্রফি জয় করেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে।
১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে দুটি ভিন্ন ট্রফি ব্যাবহার করা হয়েছে। ১৯৩০ সাল থেকে এই বিশ্বকাপের নাম ছিল ভিক্টরিয়া। এরপর ১৯৪৬ সালে প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট জুলেস রিমেটকে সম্মান জানিয়ে এই ট্রফির নামকরণ করা হয় জুলে রিমে বিশ্বকাপ। ১৯৪৬ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত এটি ছিল জুলেস রিমেট বিশ্বকাপ বা জুলে রিমে বিশ্বকাপ। জুলে রিমে ট্রফি ডিজাইন করেছিলেন আবেল লাফ্লেউর। এই ট্রফিটি নীল ম্যালাকাইট বেস সহ সোনার ধাতুপট্টাবৃত স্টার্লিং সিলভার দিয়ে তৈরি ছিল। যার উচ্চতা ছিল ৩৫ সেন্টিমিটার এবং ৩.৮ কিলোগ্রাম ওজনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ট্রফিটি ১৯৩৮ সালের চ্যাম্পিয়ন ইতালির কাছে ছিল।
১৯৬৬ সালে এই ট্রফিটি চুরি হয়ে যায়। সেইবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ২০ মার্চ, ১৯৬৬ সালে ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে একটি প্রদর্শনীর সময় ট্রফিটি চুরি হয়ে যায়। যদিও চুরি যাওয়ার সাতদিন পর ট্রফিটি উদ্ধার করা হয়। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে জুলে রিমে ট্রফি পাকাপাকিভাবে তুলে দেওয়া হয় সেলকাওদের হাতে। ১৯৮৩ সালে ফের ট্রফিটি চুরি হয়ে যায়। বেশ কয়েক বছর পর ব্রাজিল পুলিশ চোরদের গ্রেপ্তার করে জানতে পারে সেটি গলিয়ে ফেলা হয়েছে।
১৯৭৪ সালের পর থেকে এই টুর্নামেন্টের নামকরণ করা হয় ফিফা বিশ্বকাপ ট্রফি। ফিফা বিশ্বকাপ ট্রফির ডিজাইন করেন সিলভিও গ্যাজানিগা। ট্রফিটি ম্যালাকাইট বেস সহ ১৮-ক্যারেট সোনা দিয়ে তৈরি এবং ট্রফির মধ্যে রয়েছে দুটি মানব মূর্তি, যারা দুই হাত তুলে পৃথিবীকে স্বাগত জানাচ্ছে। ট্রফিটির ওজন ৬.১৪২ কিলোগ্রাম, যার মধ্যে ৫ কিলোগ্রামই সোনার তৈরি। বর্তমান এই ট্রফিটির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার। ১৯৭৪ সালে চ্যাম্পিয়ন জার্মানি প্রথম এই ট্রফি জয় করে। চ্যাম্পিয়ন দল চার বছর নিজেদের কাছে রাখতে পারে এই ট্রফি। এরপর চ্যাম্পিয়ন দলকে একটি রেপ্লিকে প্রদান করা হয়। শেষবার ২০১৮ সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। আসন্ন কাতার বিশ্বকাপে বিজয়ী শিরোপা কোন দল হাতে তুলে নেবে, সেই দিকেই তাকিয়ে বিশ্বফুটবল।