।।প্রথম কলকাতা।।
Dark circles remedy: ডার্ক সার্কেল। পুরুষ মহিলা নির্বিশেষে সকলের এক বিরাট সমস্যা। ঘুম কম হওয়া ,মানসিক চাপ, অবসাদ ,হরমোনের পরিবর্তন এইসবের কারণেই চোখের চার ধারে কালো ছোপ পড়ে যায়। যাকে আমরা ডার্ক সার্কেল বলে থাকি। এই ডার্ক সার্কেল তাড়ানোর জন্য বাজারে অনেক সিন্থেটিক সিরাম, ক্রিম পাওয়া যায়। তবে সেসবের থেকে ঘরোয়া টোটকা আপনার ত্বক ও স্বাস্থ্য দুয়ের পক্ষেই ভালো।
- শসা: টাটকা শশা গোলগোল করে কেটে ফ্রিজে রাখুন। এবার এই ঠান্ডা শশার টুকরো দশ পনেরো মিনিট চোখের উপর দিয়ে রাখুন।
- টমেটো: এক চা চামচ টমেটো রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের চারিদিকে ডাক সার্কেলের উপর লাগান। দশ মিনিট রাখুন।তারপল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
- আলুর স্লাইস: খোসা ছাড়ানো আলু কে পাতলা পাতলা করে স্লাইস করে কাটুন। বন্ধ চোখের উপর ১৫- ২০ মিনিট রেখে দিন।
- পুদিনা পাতা:৬.৭টি সবুজ পুদিনা পাতার নিয়ে বেটে চোখের চার ধারে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
- ঠান্ডা দুধ: ঠান্ডা দুধে তুলো ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
- ঠান্ডা টি ব্যাগ: ঠান্ডা টি ব্যাগ ব্যবহার করলে ডার্ক সার্কেল দ্রুত দূর হয়। একটি ব্যাগ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর বের করে চোখে আলতো করে লাগান। এই প্রতিকার প্রতিদিন ১০ মিনিট করলে উপকার মিলবে।
- কমলালেবুর খোসা: কমলালেবুর খোসা রোদে শুকিয়ে পিষে নিন। পাউডারে অল্প পরিমাণ গোলাপ জল যোগ করে চোখে লাগালে ড্রাগ সার্কেল দূর হবে।
কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মেশান। ঠকঠকে ঘন প্যাক বানিয়ে চোখের নিচে পুরো ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
ডার্ক সার্কেল হওয়ার অনেক কারণ থাকতে পারে। অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কারণে চোখের নিচে কালো দাগ তৈরি হয়। এছাড়াও কম ঘুম হরমোনের পরিবর্তন খামখেয়ালি জীবনযাপন বা বংশগত কারণেও চোখের নিচে কালো দাগ তৈরি হয়। তাই এবার থেকে এই ঘরোয়া উপকরণ ব্যবহার করে ডার্ক সার্কেল সহজে দূর করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম